E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী কালীগঞ্জ

২০১৫ নভেম্বর ২৫ ১৫:৩৩:৩৬
জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী কালীগঞ্জ

সাতক্ষীরা প্রতিনিধি : জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা দল। তুমুল প্রতিযোগিতা আর উত্তেজনার অবসান ঘটিয়ে আশাশুনি উপজেলা দলকে হারিয়ে এবার জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগিতার ট্রফি নিয়ে বাড়ি ফিরোলো তারা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় মুখোমুখি হয় আশাশুনি উপজেলা দল বনাম কালীগঞ্জ উপজেলা দল।

খেলার প্রথমার্ধে - ৩টা ৪০ মিনিটে কালীগঞ্জ উপজেলা দলের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় আই কো একটি গোল করে। তার ৮ মিনিট পর ৩টা ৪৮ মিনিটে কালীগঞ্জ উপজেলা দলের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় তৌহিদ ফ্রি কিক করে একটি গোল করে। খেলায় দ্বিতীয়ার্ধে উভয় দল আর কোন গোল করতে না পারায় এবছর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ট্রফি কালীগঞ্জ উপজেলা দলের ঘরে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, অতিরিক্ত সচিব মোঃ মহসিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চেয়ারম্যান এ.এফ.এম এহতেশামূল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পৌর মেয়র এম.এ জলিল, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শেখ অহেদুজ্জামান, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ.বি.এম মোস্তাকিম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক বলেন, ‘জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ডি.এফ.এ, জেলা ক্রীড়া সংস্থা, পুলিশ বিভাগ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।

এছাড়া জেলা প্রশাসকসহ প্রতিটি উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ যেভাবে সহযোগিতা তাতে আমি মুগ্ধ হয়েছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সমগ্র অনুষ্ঠান পরিচালানা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন ফিফা রেফারী তৈয়্যেব হাসান বাবু। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মাকসুদার রহমান খান সুজা। খেলায় সাতক্ষীরার সাতটি উপজেলা ও সদর পৌরসভাসহ মোট আটটি দল টুর্নামেন্টের হাজার হাজার দর্শক অংশগ্রহণ করে।

(আরকে/এএস/নভেম্বর ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test