E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্মিত হচ্ছে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়াম

২০১৬ ফেব্রুয়ারি ০৩ ১৫:২১:৫৪
নির্মিত হচ্ছে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়াম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : এক সময়ে সরগরম ছিলো পটুয়াখালীর কলাপাড়ার সাংস্কৃতিক অঙ্গন। কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে সেই সাংস্কৃতিক অঙ্গন ঝিমিয়ে পড়েছে। এই ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে পুনরুজ্জীবিত করতে কলাপাড়ায় নির্মাণ হচ্ছে জাতীর জনক বঙ্গবন্ধুর ছেলের নামে “শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়াম”। এই অডিটনিয়াম নির্মান কাজ শুরু হওয়ায় সাংস্কৃতিক অঙ্গন জুড়ে প্রাণচাঞ্চল্যের পাশাপাশি সংস্কৃতিমনা কর্মী-সমর্থকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

কলাপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুজ্জামান জানান, ৭ কোটি টাকা ব্যয়ে ৫ শতাংশ জমির উপর কলাপাড়া পৌরসভার প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে নির্মিত হচ্ছে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়াম। কলাপাড়া পৌরসভা ও বিএমডিএফ প্রকল্পের অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে এ কমপ্লেক্স নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। এ কমপ্লেক্স’র নির্মান কাজ দেখতে এখন থেকেই সাংস্কৃতিক কর্মী ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা শহীদ মিনার এলাকায় প্রতিদিন ভীড় করছে।

স্কুল ছাত্রী নম্রতা, সুমা, আরেফিন বলেন, স্কুলে স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগীতায় তারা উপজেলা পর্যায়ে বিজয়ী হয়েছেন। এখন এই অডিটরিয়াম নির্মাণ সম্পন্ন হলে এক হলেই তারা উপভোগ করতে পারবেন ছোট ও বড়দের অনুষ্ঠান। এতে তারাও অনেক কিছু শিখতে পারবেন।

কলাপাড়া পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান জানান, কলাপাড়ায় সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। কিন্তু সাংস্কৃতিক কর্মকান্ড করার মতো স্থান ছিল না। তাই জাতির জনক বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র শহীদ শেখ কামালের নামানুসারে স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামটি নির্মিত হচ্ছে। এই কমপ্লেক্সে একসঙ্গে ৪০০ দর্শক বসে অনুষ্ঠান উপভোগের সুযোগ পাবে।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়াম নির্মানের সকল অবদান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার একান্ত ইচ্ছায়ই দেশের সর্ব দক্ষিনে রাখাইন ও বাঙালী সংস্কৃতি ও ইতিহাস যাতে হারিয়ে না যায় তাই এই কমপ্লেক্স নির্মানের উদ্যেগ নেয়া হয়েছে। এটা নির্মাণ সম্পন্ন হলে নতুন প্রজন্ম আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি ঝুঁকবে।

(এমকেআর/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test