E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুটবল রাজপুত্রের জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

২০১৪ জুন ২৫ ২২:৫০:৫৭
ফুটবল রাজপুত্রের জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও নাইজেরিয়ার জালে বল জড়ালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার গোলে প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে গেল আর্জেন্টাইনরা।

এর আগে তিন মিনিটের মাথায় লিওনেল মেসির গোল থেকে আর্জেন্টিনা এগিয়ে গেলেও এর পরের মিনিটে নাইজেরিয়ান প্লে-মেকার আহমেদ মুসার দুদান্ত শটে গোলে সমতা।

বুধবার রাত ১০টায় ব্রাজিলের ফোর্তো আলেগ্রে শহরের এস্তাদিও বেরিয়া-রিও স্টেডিয়ামে দু’দলের মধ্যে প্রশত রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হচ্ছে।

গোল পোস্টের খুব কাছ থেকে ৩মিনিটের মাথায় মেসির বাম পায়ের শট নাইজেরিয়ার গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। মেসির গোল উৎসবের রেশ কাটতে না কাটতেই পাল্টা আক্রমণে গোল পরিশোধ করেন নাইজেরিয়ান স্ট্রাইকার আহমেদ মুসা।

‘এফ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে নেমেছেন মেসি বাহিনী, প্রতিপক্ষ সুপার ঈগল নাইজেরিয়া।

আর্জেন্টিনা এরই মধ্যে তাদের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। তবে আজকের ম্যাচে প্রতিপক্ষ নাইজেরিয়াকে শেষ ১৬-তে যেতে হলে হয় জয় পেতে হবে, না হলে একই গ্রুপের অন্য দুই দল ইরান এবং বসনিয়া হার্জেগোভিনার মধ্যকার খেলার জয়-পরাজয়ের সমীকরণের দিকে তাকিয় থাকতে হবে।

নাইজেরিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হবে মেসিকে দমিয়ে রাখা, অন্যদিকে আর্জেন্টিনার লক্ষ্য থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬-তে যাওয়া।

আর্জেন্টিনা একাদশ
সার্জিও রোমেরো (১, এজেকুয়েল গ্যারি (২), পাবলো জাবালেটা (৪), অ্যাঞ্জেল ডি মারিয়া (৭), ফার্নান্দো গ্যাগো (৫), গঞ্জালো হিগুয়েন (৯), লিওনেল মেসি (১০), জাভিয়ার মাশচেরানো (১৪), সার্জিও এগুয়েরো (২০), মার্কোস রোজো (১৬), ফ্রেডেরিকো ফার্নান্দেজ (১৭)।

কোচ: আলেহান্দ্রো সাবেয়া।

নাইজেরিয়া একাদশ
ইফে অ্যামব্রোস (৫), আহমেদ মুসা (৭), পিটার ওদেমভিনজি (৮), ইমান্যুয়েল এমিনিক (৯),
জন মাইকেল ওবি (১০), জুয়োন ওসানিভা (১৩), জোসেফ ইয়বো (২), ওগেনিয়ি ওনাজি (১৭), ক্যানেথ ওমেরুও (২২), ব্যাবাটুনডে মাইকেল (১৮)।

(ওএস/অ/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test