E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃহস্পতিবার জাতীয় নাট্যশালায় ‘না মানুষি জমিন’

২০১৪ জুলাই ১৫ ১০:০৬:৩৫
বৃহস্পতিবার জাতীয় নাট্যশালায় ‘না মানুষি জমিন’

বিনোদন ডেস্ক : একদল নারী-পুরুষ আর শিশুকে ধরে আনা হয়েছে সীমান্তে, তাদেরকে ঠেলে দেয়া হবে ওই পারে। সুযোগ বুঝে গভীর রাতে সীমান্তের রক্ষীরা তাদের ঠেলে দিলো নো-ম্যান’স ল্যান্ড বা না-মানুষি জমিনে। কিন্তু ওপারের সীমান্ত রক্ষীরাও প্রস্তুত। কাউকে তারা তাদের পাড়ে ঢুকতে দিলো না, রুখে দাঁড়াল সঙ্গিন উঁচিয়ে। প্রচণ্ড শীত আর কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে আটকা পড়ে রইল ওরা একদল মানবসন্তান। তাদের মধ্যে একজন নারী গর্ভবতী, কুয়াশার চাদরের নিচে সন্তান প্রসব করে মারা গেল সে। নো-ম্যান’স ল্যান্ডেই পড়ে রইল সেই মানবশিশু। কী তার দেশ? কী তার পরিচয়? এখন কী হবে ওই শিশুটির? এপার ওপার কেউই তার দায়িত্ব নেয় না। মানুষের মানবিকতার ঊর্ধ্বে কি তবে রাষ্ট্র কিংবা রাজনীতি? এমনকি এক প্রশ্ন নিক্ষেপ ‘না মানুষি জমিন’ নাটকের শেষ হয়। চমৎকার কাহিনী নির্ভর এ নাটকটির মঞ্চায়ন হবে ১৭ জুলাই জাতীয় নাট্যশালার মূল হলে।

আনিসুল হকের জনপ্রিয় উপন্যাস ‘না মানুষি জমিন’ থেকে নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রশান্ত হালদার, সুজন রেজাউল, হাসনাত প্রদীপ, রিয়াজ হোসেন, কামাল রায়হান, সৈয়দ অলক, তানিয়া চৌধুরী শিল্পী, শাহনাজ শানু, সুমন মজুমদার, পিয়ার মোহাম্মদ, মোকাদ্দেম মোরশেদ, মাহফুজ সুমন, নূরুজ্জামান বাবু, জায়েদ হোসেন, আকিব বাবু, রুবেল অরভিল, আসিফ মামুর, এস. আর. সম্পদ, সজীব আহমেদ, সজল চৌধুরী, প্রপা হালদার ও আদিব মাসুদ। নাটকটির মঞ্চ পরিকল্পনা এবং পোস্টার ও প্রকাশনা ডিজাইন করেছেন শাহীনুর রহমান, আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান, পোশাক পরিকল্পনা করেছেন রোকেয়া রফিক বেবী, সংগীত পরিকল্পনা করেছেন সেলিম মাহবুব এবং কোরিওগ্রাফি করছেন মোকাম্মেল হোসেন রিপন।

প্রসঙ্গত, থিয়েটার আর্ট ইউনিটের ১৬তম প্রযোজনা হিসেবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় চলতি বছরের গত ১৫ মে। এরপর নাটকটির আরও দুটি প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই নাটকটির ৪র্থ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

(ওএস/এইচআর/জুলাই ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test