E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবিপ্রবিতে ড. এম রোস্তম আলীর উপাচার্য হিসেবে এক বছর 

২০১৯ মার্চ ১২ ১৬:২৯:৫০
পাবিপ্রবিতে ড. এম রোস্তম আলীর উপাচার্য হিসেবে এক বছর 

পাবনা প্রতিনিধি : ২০১৮ সালের ৭ মার্চ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদানের এক বছর পার করলেন প্রফেসর ড.এম. রোস্তম আলী । 

বিখ্যাত রসায়নবিদ এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুগামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. এম রোস্তম আলী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন। দেখেতে দেখতে অতিবাহিত করলেন একটি বছর । যোগদানের পরেই প্রশাসনের ব্যাপক পরিবর্তন, একাডেমিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম শুরু করেন।

পাবনার স্থানীয় মানুষ মনে করেন বর্তমান উপাচায্য যে সকল উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রসংশনীয় এবং তারা আশাবাদী। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সফলভাবে একবছর সম্পন্ন করার জন্য ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। যোগদানের এক বছরের মধ্যে যেসকল উন্নয়নমূলক কাজ শুরু করেছেন তার কিছু অংশ তুলে ধরা হলো:-

১. ৪৮০.৬০ কোটি টাকার মেগা প্রকল্প পাশ করিয়েছে যার মাধ্যমে পাবিপ্রবির বেশকিছু উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হবে। এসব মেগা প্রকল্পের মধ্য রয়েছে- ১২৫০ KVA বৈদ্যুতিক সাব স্টেশন, একটি ১০তলা প্রশাসনিক ভবন, দুইটি ১২তলা একাডেমিক ভবন, ছাত্রদের একটি ১০তলা হল, ছাত্রীদের জন্য একটি ১০তলা হল, একটি ৪তলা টিএসসি ভবন, একটি ৪তলা কনভেনশন সেন্টার, একটি কেন্দ্রীয় শহীদ মিনার, আনসার ক্যাম্প, পুলিসস্টেশন, গ্যারেজসহ আরো অনেককিছু।

২. ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, অবসর সময়ে আড্ডা কিংবা গ্রুপ স্টাডি করার জন্য কোন জায়গা ছিলোনা। মাননীয় উপাচার্যের উদ্যোগে অনেকগুলো দৃষ্টিনন্দন টাইলস দ্বারা বেষ্টিত বসার জায়গা করেন।

৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে একটি সুন্দর লেক খনন করা হয়েছে যার কাজ সম্পন্ন হলে ক্যাম্পাসের সৌন্দর্য অনেক বেড়ে যাবে।

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিং এর খাবারের মান উন্নয়নের পাশাপাশি আরেকটি ডাইনি এর চালু করার ব্যবস্থা করা হয়েছে। টিভি রুমের বেঞ্জ ও চেয়ারের ব্যাবস্থা করা হয়েছে। রিডিংরুমে পড়াশোনার জন্য টেবিল চেয়ারের ব্যাবস্থা করা হয়েছে এবং একটি ইন্ডোর গেমস রুম উদ্ভোধন করা হয়েছে।

৫. ছাত্রছাত্রীদের যাতায়াত সুবিধার জন্য একটি ৫২সিটের বাস পরিবহন পুলে যুক্ত হয়েছে।

৬. বিশ্ববিদ্যালয় পরিবারের আধুনিক সেবা প্রদানের জন্য একটি অত্যাধুনিক এবুলেন্স সংযুক্ত হয়েছে। ছাত্রছাত্রীদের ২৪ঘন্টা মেডিক্যাল সুবিধা প্রদানের জন্য ৪জন ডাক্তার শিফটিং ডিউটির মাধ্যমে সেবা প্রদান করতেছেন। মেডিকেল সুবিধা প্রদানের জন্য "মেডিক্যাল-এডভাইজরি-বোর্ড গঠন করেছেন।

৭. পূর্বে বিশ্ববিদ্যালয়ে জনতা ব্যাংকের শুধু কালেকশন বুথ ছিলো। কিন্তু মাননীয় উপাচার্য সকলের সুবিধার জন্য জনতা ব্যাংকের স্থায়ী বিশ্ববিদ্যালয় শাখা উদ্ভোধনের মাধ্যমে কার্যক্রম শুরু করেছেন।

৮. বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্ভোধন করে সেখানে ৫০০ বেশি বই সংগ্রহ করা হয়েছে।

৯. আধুনিক শ্রেনিকক্ষ ও গবেষনাগার স্থাপনের জন্য পুরো ক্যাম্পাস এখন হাইস্পীড ওয়াইফাই সংযুক্ত হয়েছে।

১০. ক্যাম্পাসকে সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য মাননীয় উপাচার্যের তত্ত্বাবধানে একটি " ক্লীন ক্যাম্পাস গ্রীন ক্যাম্পাস" কমিটি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.এম. রোস্তম আলী বলেন সকলের সহযোগিতা পেলে মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাবিপ্রবিকে একটি উন্নত ও আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবো।

(পিএস/এসপি/মার্চ ১২, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test