E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারকে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেয়ার আহ্বান

২০১৭ জুলাই ১০ ১৫:০৯:০২
সরকারকে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার : সরকারকে বিদ্যুৎ উৎপাদনে কয়লা ভিত্তিক প্রকল্প থেকে সরে এসে নবায়নযোগ্য ও উন্নত প্রযুক্তির উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ।

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সারা বিশ্বে উন্নয়নের প্রেক্ষাপট বাংলাদেশের উৎপাদনের উত্তরণ প্রক্রিয়ার মূল্যায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জাতীয় তেল গ্যাস ও বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকার উল্টো পথে হাটছে। পিছনের দিকে যাচ্ছে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে কয়লা বিদ্যুৎ সস্তা। যারা এ কথা বলছে তারা মিথ্যা - ভুল তথ্য দিচ্ছে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা ভারত থেকে অভিজ্ঞতা নিতে পারি। ভারত তার দেশে ১০০ বছরেও আর কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে না।

তিনি আরও বলেন, ভারত-চীনসহ বিশ্বের সকল উন্নত রাষ্ট্র কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিচ্ছে। তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। আর আমরা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করতে যাচ্ছি। ভারত বাংলাদেশকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করতে চায়।

স্থপতি মোবাশ্বের হোসেন বলেন,বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চাইলে অাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে এবং সেটা হতে হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধন।

কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, জ্বালানির গণমুখি সমাধান চাই। বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ব্যবসা বান্ধব। জনকল্যাণকর নয়। রামপাল নিয়ে সমাধান চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ টিম বাক্লির সাইমন নিকোলাস, বাপার যুগ্ম সম্পাদক শরিফ জামিল, অর্থনীতিবিদ এম এম আকাশ প্রমুখ।

(ওএস/এসপি/জুলাই ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test