E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধান বিচারপতিকে এলজিআরডি মন্ত্রীর ধিক্কার

২০১৭ আগস্ট ১২ ০০:৩২:০৭
প্রধান বিচারপতিকে এলজিআরডি মন্ত্রীর ধিক্কার

মাদারীপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তাতে তিনি ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক কথাবার্তার অবতারণা করেছেন। এমনকি রায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করতেও তিনি দ্বিধা করেননি। এই সভার মাধ্যমে তাকে ধিক্কার জানাই।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়ক, শেখ কামাল সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জনগণের মনে আঘাত দিয়ে উপযাজক হয়ে বিচার ব্যবস্থা চালু রাখা সম্ভব নয়। যে দেশে বিচার ব্যবস্থায় আস্থার সংকট দেখা দেয়, সে দেশে প্রলয়ঙ্করী ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।

তিনি বলেন, যে সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয় রায়ে উল্লেখ আছে, আমরা অত্যন্ত বিনয়ের সাথে তা পুনর্বিবেচনা করার অনুরোধ করছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, মাদারীপুর এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালকুদার, উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test