E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাকুন্দিয়ায় ঈদগাহ মাঠের সীমানা নিয়ে বিরোধ নিহত ১

২০১৪ জুলাই ৩১ ১৫:৪০:১৮
পাকুন্দিয়ায় ঈদগাহ মাঠের সীমানা নিয়ে বিরোধ নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি :পাকুন্দিয়া উপজেলায় ঈদগাহ মাঠের সীমানা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। এছাড়াও এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. বাবুল মিয়া (৩৫)। সে উপজেলার দরদরা গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার দরদরা গ্রামের ঈদগাহ মাঠের সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনা সমাধানের লক্ষে বৃহস্পতিবার সকালে এক গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। শালিশে উভয় পক্ষ উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি শুরু করে। এ সময় প্রতিপক্ষের হামলায় বাবুল মিয়া (৩৫) ঘটনাস্থলে নিহত হয় এবং বাবুল মিয়ার ছেলে দিদার মিয়াসহ (১৭) কমপক্ষে ১০ জন আহত হয়। তন্মধ্যে দিদার মিয়াকে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা গ্রেফতারের ভয়ে হাসপাতালে আসেনি।

পাকুন্দিয়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দরবারি মো. এরফান উদ্দিন, রফিক মিয়া, সিরাজ মনি ও আ.গফুরকে আটক করেছে। পাকুন্দিয়া থানার ওসি মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(পিকেএস/জেএ/জুলাই ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test