E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

যৌতুকের মামলা তুলে না নেওয়ায় বাদিকে আদালত পাড়ায় হুমকি 

২০২০ অক্টোবর ১৬ ২৩:০১:৫৯
যৌতুকের মামলা তুলে না নেওয়ায় বাদিকে আদালত পাড়ায় হুমকি 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দু’ দু’টি বিয়ের কথা গোপন রেখে আবারো বিয়ে করে যৌতুকের টাকা না পেয়ে তৃতীয় স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে। এ নিয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করায় গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। নিরুপায় হয়ে বৃহষ্পতিবার কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন কালিগঞ্জের তারালী ইউপি সদস্য রহিমপুরের ভূমিহীন নেতা শেখ আব্দুল্লাহ’র মেয়ে খায়রুন্নছা ওরফে ফতেমা।

খায়রুন্নছা থানায় সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন যে, ২০১৮ সালের ৪ জুলাই তার সঙ্গে শ্যামনগর উপজেলার বৈরবনগরের আব্দুল আজিজের ছেলে সাইফুল্লার বিয়ে হয়। বিয়ের পর থেকে সাইফুল্লাহ ও তার ভাই ওবায়দুল্লাহ যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করতো। একপর্যায়ে বাপের বাড়িতে যৌতুকের টাকা আনতে এলে গত বছরের ১৩ এপ্রিল তাকে ডাকযোগে তালাকনামা পাঠায় সাইফুল। এরপর পরই সাইফুল চতুর্থ বিয়ে করে।

পরবর্তীতে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে তার বিয়ের আগে সাইফুল মৌখিকভাবে দু’টি বিয়ে করে পরে কোন প্রকার খোরপোষ ছাড়াই নামমাত্র দেনমোহরের টাকা তালাক দিয়ে দেয়। বাধ্য হয়ে যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনায় গত বছরের ১৫ মে সাইফুল ও তার ভাই ওবায়দুল্লা’র বিরুদ্ধে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা(১৮৮/১৯) করেন।

গত ১৬ সেপ্টেম্বর আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত ১২ অক্টোবর ধার্য দিনে তিনি ভাইকে নিয়ে আদালতে এলে আদালত চত্বরে সাইফুল ও তার ভাই ওবায়দুল্লাহ তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। পরে তারা বাড়ি ফেরার সময় নলতায় পৌঁছালে তাকে মোবাইল ফোনে আবারো হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে কালিগঞ্জ থানায় গত বৃহষ্পতিবার থানায় সাধারণ ডায়েরী করেন।

(আরকে/এসপি/অক্টোবর ১৬, ২০২০)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test