E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ওসি-তদন্ত ওসির কাজের সমন্বয়ে পাংশা মডেল থানার আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি

২০২০ নভেম্বর ২৩ ১৫:০৮:১৯
ওসি-তদন্ত ওসির কাজের সমন্বয়ে পাংশা মডেল থানার আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার বর্তমান আইন শৃঙ্খলার ব্যপক উন্নতি লক্ষ করা যাচ্ছে। বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শাহদত হোসেন ও ওসি (তদন্ত) মোঃ ফকরুল ইসলাম তারা দুইজনই চৌকোশ পুলিশ অফিসার। তাদের সঠিক দিক নিদের্শনায় বর্তমান পাংশা উপজেলা আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ করা যাচ্ছে।

তাদের সঠিক পরিকল্পনায় কাজের অনেক উন্নতি হয়েছে। তারা কোন কাজ পেন্ডিং রাখেন না। সময়ের কাজ সমায়ে কারার কারনে কোন মামলা ঝুলে নাই। বিগত দিনে থানায় অনেক দালাল ছিলো। এই ওসি আসার পর পাংশা মডেল থানা এখন দালাল মুক্ত এবং কাজের অনেক অগ্রগতি। এখন যে কেউ থানায় ঢুকে আফিসারদের সাথে কথা বলতে পারেন। বর্তমান এই ওসির কাছে পাংশাবাসীর অনেক প্রত্যাশা। এটা একমাত্র সম্ভাব হয়েছে তারা সমন্বয় করে কাজ করার কারনে। এর সাথে রয়েছে একঝাঁক তরুন সাব- ইনস্পেকটরেরা তাদের মধ্যে রয়েছেন এস আই রেজা, এস আই ননী গোপাল, এস আই সেকেন্দার, সহ সবাই। এদের কাজের অগ্রগতির কারনে পাংশার দাগী আসামীরা ধরাশায়ী হচ্ছেন একের পর এক।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শাহদত হোসেনের বলেন, অপরাধী বা সন্ত্রাসীদের কোন দল নাই। অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন তাদের কোন ছাড় নাই। আমি পাংশাবাসীদের সেবা করতে চাই। পাংশা মডেল থানা পাংশাবাসীর জন্য উন্মুক্ত, সবাই আসতে পারবে তাদের অভিযোগ নিয়ে। এখন পাংশার পরিবেশ অনেক ভালো।

মাদক সম্পর্কে তিনি বলেন, মাদক বিরোধী অভিযান চলছে ভবিষ্যতে ও চলবে জিরো টলারেন্স না আসা পর্যন্ত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ওসি আরো বলেন, পাংশা মডেল থানা এখন দালাল মুক্ত। ওসি (তদন্ত) ফকরুল ইসলাম জানান, আমরা যে কোন অপরাধমূলক কাজ রুখে দিব, অপরাধীদের সাথে কোন আপোশ নাই।

(একেএ/এসপি/নভেম্বর ২৩, ২০২০)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test