E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে রহমান মটরস’র শাখা উদ্বোধন

২০২৩ মার্চ ৩১ ১৭:২২:০৫
সুবর্ণচরে রহমান মটরস’র শাখা উদ্বোধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : জাকজমকপূর্ণ ভাবে নোয়াখালী সুবর্ণচরে জাপানের জনপ্রিয় মটর সাইকেল কোম্পানী "হোন্ডা" নিয়ে রহমান মটরস সুবর্ণচর এর শো রুম ও সার্ভিস পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার চরজব্বর থানা মোড়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আমন্ত্রীত অথিতিবৃন্দ।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ডিলার ডেভলপমেন্ট ও ট্রেনার মোঃ আনিসুর হক এর সঞ্চালনায় এবং ১ নং চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান ফিরোজ, প্রধান বক্তার বক্তব্য রাখেন
নোয়াখালী বার এসোসিয়েশন সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া।

বিশেষ অতিথি ছিলেন, চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ, চর আমান উল্যাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েতুল্লাহ বাবুল, চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আবুল বাশার, চরক্লার্ক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন,২ নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রাজিব, ফেনী গালর্স ক্যাডেট কলেজের সহকারি অধ্যাপক মিজান বিন মজিদ, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ।

আরো উপস্থিত ছিলেন, এডভোকেট জসিম উদ্দিন, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এরিয়া ইনচার্জ (সেলস) আলভী মাহতাব চৌধুরী, এরিয়া ইনচার্জ ( সার্ভিস) আরিফ ভূঁইয়া রহমান মটরস্-সুবর্ণচর এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ নুরুর রহমান।

বক্তারা বলেন, জাপানের বিখ্যাত ব্র্যান্ড হোন্ডা সারাদেশে এই ব্যান্ডের হোন্ডা বেশ জনপ্রিয় অন্যান্য কোম্পানীর মোটরসাইকেলের চেয়ে হোন্ডা কোম্পানীর মটর সাইকেল বেশী ব্যবহার করতে দেখা যায়, দামও যেমন সবার সাধ্যের মধ্যে তেমনই ডিজাইনও চমৎকার।

নোয়াখালীর চৌমুহনীতে রহমান মটরস ভালো সার্ভিস এবং কাস্টমার সেবা দিয়ে বেশ সুনাম অর্জন করেন এবং খুব সহজেই বাইকারদের মন জয় করতে সক্ষম হন। প্রচুর চাহিদা এবং নিজ গ্রামে ভালো সেবা দেয়ার লক্ষে রহমান মটরস সুবর্ণচরে যে শো রুম উদ্বোধন করেছেন আমরা আশা করছি গ্রাহকগণ সঠিক সেবা পাবে।

(এস/এসপি/মার্চ ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test