E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বহরপুরে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ফসল কেটে নেওয়ার অভিযোগ 

২০২৩ মার্চ ৩১ ১৮:১৭:৪৯
বহরপুরে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ফসল কেটে নেওয়ার অভিযোগ 

রাজবাড়ী প্রতিনিধি : পূর্ব শত্রুতা ও শরিকানা সম্পত্তির বিভেদের জের ধরে বহরপুরের দীপক বিশ্বাসের ফসলি জমি থেকে গম ও কলাই কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। দীপক বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম এলাকার মৃত হারামচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি বাদী হয়ে বালিয়াকান্দি থানায় চার জনের নাম উল্লেখ করে লিখত অভিযোগ দিয়েছে।

অভিযোগ করা হলেন, একই এলাকার মৃত নবদ্বীপ বিশ্বাসের ছেলে অমলকৃষ্ণ বিশ্বাস(৬৩) ও তার ছেলে কিলটন বিশ্বাস(২৭), দশরথ বিশ্বাসের দুই ছেলে পলাশ বিশ্বাস (৪৬) ও সঞ্জয় বিশ্বাস (৪০)।

দীপক বিশ্বাস বলেন আমি আমার দখল কৃত ৪৪ শতাংশ জমি স্থানীয় মনছের সিকদারের ছেলে রুস্তম সিকদারের কাছে বর্গা দিয়ে চাষাবাদ করি। গত ২২ মার্চ রাতে অভিযুক্তরা জমির ফসল কেটে নিয়ে যায়। ফসল কেটে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার বৃদ্ধ মা এগিয়ে আসলে তাকে লাঠি দিয়া আঘাত করে । আমার কাকা মাকে বাঁচাইতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করে। অভিযুক্তরা প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে।

অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

(এমজি/এসপি/মার্চ ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test