E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নতুন কমিটি : সভাপতি সেলিম, সম্পাদক লিখন

২০২৩ জুন ০১ ১৪:৩৪:৪৭
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নতুন কমিটি : সভাপতি সেলিম, সম্পাদক লিখন

রাজন্য রুহানি, জামালপুর : দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে বেগবান করার উদ্দেশ্যে আয়োজিত এক সভায় জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর সেলিমকে সভাপতি এবং মুখলেছুর রহমান লিখনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বুধবার (৩১ মে) সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ১৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় দুদকের তিনজন সহকারী পরিচালক যথাক্রমে মো. রুহুল আমিন, অনিক বড়ুয়া বাবু ও মো. জাহেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভপতি অ্যাডভোকেট শামীম আরা, সাযযাদ আনসারী, সদস্য যথাক্রমে শামীমা খান, মনোয়ারা খানম, মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, আশরাফুজ্জামান স্বাধীন, আরজু মিয়া, সানোয়ারুল ইসলাম, অনামিকা সাইয়েদ, দিলশাদ বেগম শর্মী।

দুদকের কাছে তালিকা উপস্থাপনের পর তা অনুমোদন হলে নতুন আঙ্গিকে কাজ শুরু করবে নবনির্বাচিত কমিটি। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে নবউদ্যমে কাজের অঙ্গীকার করে নির্বাচিত সদস্যরা। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে টিআইবির এরিয়া ম্যানেজার আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ, ৭৩ বছর বয়স হয়ে যাওয়ার কারণে দুদকের নীতিমালা অনুযায়ী দুপ্রকের সদস্য হিসেবে কেউ থাকতে পারবে না। এ শর্ত অনুযায়ী সাবেক সভাপতি অধ্যাপক মাসুম আলম খানের জেলা দুপ্রকের সদস্যপদ বাতিল হয়ে যায়। এর আগে আগামী ৬ জুন জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য গণশুনাণী কার্যক্রম সফল করতে আলোচনা করা হয়। এতে অনুষ্ঠানে ব্যপক লোকসমাগমের পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে অধিকসংখ্যক অভিযোগ সংগ্রহের আহ্বান জানান নেতৃবৃন্দ।

(আরআর/এএস/ জুন ০১, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test