E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় ডায়েরিয়ায় ১ জনের মৃত্যু

২০১৫ জুন ৩০ ১৩:৪১:৫২
আগৈলঝাড়ায় ডায়েরিয়ায় ১ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। গত ৪দিনে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ১৫ জন। প্রতিদিন ডায়েরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্মরত চিকিৎসকেরা। স্যালাইন নেই হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪দিনে উপজেলা হাসপাতালে বিভিন্ন স্থান থেকে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে বাশাইল গ্রামের ১১ মাসের মতিন, চক্রিবাড়ি গ্রামের আনোয়ার হাওলাদার (৩৪), চাঁদশী গ্রামের মনোতোষ জয়ধর (২২), প্রকাশ জয়ধর (১২), গৈলা গ্রামের ৭ মাসের লিখন, সুজনকাঠী গ্রামের ১৮মাসের হাবিবা, মোল্লাপাড়া গ্রামের আহম্মেদ আলী (৭৫), উত্তর শিহিপাশা গ্রামের হাকিম মারামত (৬৫), রাজিহার গ্রামের সুধীর বালা (৬০), পূর্ব গোয়াইল গ্রামের মমতা (২২), চাঁদত্রিশিরা গ্রামের কাশেম খান (৪৮), জোবারপাড় গ্রামের রেনু হালদার (৭৫) সহ ১৫জন ভর্তি রয়েছে। এদের মধ্যে মঙ্গলবার চিকিৎসাধিন অবস্থায় জোবারপাড় গ্রামের রেনু হালদার মারা গেছেন।

ভর্তি রোগী ছাড়াও প্রতিদিন আউটডোরে ১০/১৫ জন ডায়েরিয়া রোগীকে চিকিৎসা দিচ্ছে কর্তব্যরত চিকিৎসক। পুরুষ ও মহিলা ওয়ার্ডে ডায়েরিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড সংকটে বারান্দায় রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে হাসপাতালে স্যালাইন সরবরাহ না থাকায় সমস্যা আরও তীব্র হয়েছে। রোগীদের বাহির থেকে স্যালাইন কিনতে হচ্ছে। স্যালাইন সংকটের কথা স্বীকার করে হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়া জানান, অধিক গরমে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া ও বিভিন্ন ফরমালিনযুক্ত খাবারের কারণে ডায়েরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

(টিবি/পিবি/জুন ৩০,২০১৫)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test