E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দুই দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩০তম আবির্ভাব মহোৎসব শুরু কাল

২০১৭ সেপ্টেম্বর ১৪ ১৮:০৭:৩৫
দুই দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩০তম আবির্ভাব মহোৎসব শুরু কাল

পাবনা প্রতিনিধি : পাবনায় আগামীকাল শুক্রবার থেকে দুই দিন ব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র’র ১৩০ তম শুভাবির্ভাব মহা মহোৎসব সহ ৫০ তম বার্ষিক গঙ্গাস্নানোৎসব ও ২৩২ তম ঋত্বিক অধিবেশন শুরু হবে। 

সৎসঙ্গ বাংলাদেশ এ উপলক্ষে দুদিন ব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে সকালে ঠাকুর পূজা, সন্ধ্যায় প্রার্থনা শেষে বিশেষ ধর্মালোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার সকাল ৮টায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র’র পুণ্যতীর্থ ভূমি হিমাইতপুরস্থ সম্বলপুর ঘাটে গঙ্গাস্নানোৎসব অনুষ্ঠিত হবে।

দু’দিন ব্যাপী এ কর্মসুচির মধ্যে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে পাবনা সদর ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স উপস্থিত থাকবেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসক) কবির বিন আনোয়ার, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক রেখা রানী বালো, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: মোশারোফ হোসেন। এ ছাড়া সৎসঙ্গ বাংলাদেশ’র সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য নিশ্চিত করেছেন, এ আলোচনা সভায় পরম আরাধ্য শ্রী শ্রী অনুকূলচন্দ্র’ ঠাকুেরর প্রপৌত্র পূজনীয় শ্রী অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী বিংকিদা’

উপস্থিত থাকবেন। সৎসঙ্গ বাংলাদেশ’র সভাপতি শ্রী কুঞ্জবিহারী আদিত্য সভার সভাপতিত্ব করবেন।

আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর এ কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী ও পুরুষ সমবেত হবেন। তাঁরা সকলেই তাদের সৎসঙ্গ’র প্রতিষ্ঠাতা যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র’র ঠাকুরের পুণ্যতীর্থ হিমাইতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র’র ১৩০ তম শুভাবির্ভাব মহা মহোৎসব সহ ৫০ তম বার্ষিক গঙ্গাস্নানোৎসব ও ২৩২ তম ঋত্বিক অধিবেশন ও মাতৃ সম্মেলন এর পাশাপাশি হিমাইতপুরস্থ বিশ্ববিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গনে ভোরে উষাকীতর্ত্তন ও বিভিন্ন ধর্ম্মগ্রন্থাদি পাঠ, মানসিক হাসপাতাল প্রাঙ্গণে শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মলগ্ন ঘোষণা, সমবেত বিনতি প্রার্থনা সহ দুপুরে আনন্দ বাজারে প্রসাদ বিতরণ, বিভিন্ন ধর্ম্মগ্রন্থাদি পাঠপর্ব ও সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন। আয়োজক’রা বলছেন, প্রতিবারের ন্যয় এবারেও শহরের গোপালপুর ঠাকুর বাড়িতে ঋত্বিক সম্মেলন ও মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হবে। ঠাকুর ভক্তদের আবাসন স্থল হিসেবে শহরের গোপালপুর মুনসেফ বাবু সড়কের ঠাকুর বাড়ি সহ ১১টি স্থান নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে খাবারের স্থান হিসেবে কাচারীপাড়া জিসি আই স্কুল নির্ধারন করা হয়েছে।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test