E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বসন্তে ফুল গাঁথল

২০১৬ মার্চ ১৯ ১৬:৪৩:৩১
বসন্তে ফুল গাঁথল

বসন্ত মানে আগুনে পলাশ, বসন্ত মানে আবীর গুলাল, বসন্ত মানে দোল। গার্গী যা করেন তাতে তাঁর মস্তিষ্ক থাকে অনেকটাই। আর বাকিটা থাকে তাঁর থইথই আবেগ। বসন্ত পলাশ ফুটিয়ে গাছ আগুন রঙা করে। যেন, তাকে রঙের ক্ষ্যাপামিতে পেয়েছে। বসন্তের সাজে গার্গীকে দেখুন।

রঙের মাতোনে মেতেছেন। পলাশের মালা গেঁথে পরেছেন যেন জয়ের মালা। এই উদাসী দখিণা হাওয়ায় তিনি বোহেমিয়ান। মন তাঁর উড়ছে এদিক–‌ওদিক। বাড়ির বাইরে। সবুজের মাঝে থিতু হয় খানিক। আবার অন্য রঙের খোঁজে উড়ে যায় উদাসী টানে। রঙের উৎসবে চিত্ত তাঁর উতলা। বারে বারে ছুটে যায় তাঁর মন এদিক–‌সেদিক। তাঁর শাড়ির আঁচলে লেগেছে বসন্তের ছোঁয়া। কোন রঙের মাতন উঠলো দুলে, ফুলে ফুলে— পলাশে আর সবুজে।



স্কার্ট ও স্কার্ফ:‌‌

সুতির নীল রঙের স্কার্ট আর টপে টাই অ্যান্ড ডাই করা হয়েছে। দোলে বেশ মানায় এই ধরণের রঙ। সঙ্গে রয়েছে নজরকাড়া স্কার্ফ। কমলা রঙের গামছার ওপর কাঁথা স্টিচ করে ডিজাইন করা হয়েছে। সূক্ষ্ম আর নিখঁুত কাজে জমকালো পুরো পোশাক।

শাড়ি :‌ সুতির শাড়িতে হলুদ আর লাল রঙ দিয়ে টাই অ্যান্ড ডাই করা পুরো শাড়ি। আঁচলে রয়েছে জমকালো প্যাচ ওয়ার্ক। গার্গীর লাল রঙের ব্লাউজেও করা হয়েছে প্যাচওয়ার্ক।




(ওএস/এস/মার্চ১৯,২০১৬)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test