E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

হজ সামগ্রীতে মূল্যছাড়

২০১৬ জুলাই ২০ ১৫:৫৬:৪০
হজ সামগ্রীতে মূল্যছাড়

নিউজ ডেস্ক : শুরু হয়েছে হজের প্রস্তুতি। তাই বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থিত আল-ইসলাম ব্রাদার্স তাদের হজ সামগ্রীতে দিচ্ছে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাজী মোঃ মহিবুল্লাহ রাজু বলেন, আমাদের এখানে ইন্দোনিশিয়া ও দেশীও এহরাম বাঁধার টাওয়াল সেট ৫০০ থেকে ২ হাজার ৫০০, এহরাম বাঁধার কাপড় সেট ৫০০ থেকে ৩ হাজার ৫০০, এহরাম বাঁধার বেল্ট ৬০ থেকে ৪০০, মিনাব্যাগ ৬০ থেকে ১৫০, পাসপোর্ট ব্যাগ ৩০ থেকে ৬০, জুতা রাখার ব্যাগ ১০ থেকে ২০, পাথর রাখার ব্যাগ ১০ থেকে ২০, প্লাস্টিক জায়নামাজ ২০০ থেকে ৩০০, কাটার বক্স ২০০ থেকে ৫০০, হজ গাইড বই ৮০ থেকে ৩০০, কাঁধের ব্যাগ ৫০ থেকে ১০০, হিজাব ১৫০ থেকে ৭০০, মহিলা এহরাম সেট ৮০০ থেকে ২ হাজার ৫০০, মহিলাদের চুল বাঁধার টুপি ৫০ থেকে ১৫০, হাত মোজা ও পা মোজা ৫০ থেকে ২০০, হাওয়ার বালিশ ১৫০ থেকে ১ হাজার, বোডিং হোল্ডার ৩০০ থেকে ১ হাজার ২০০, সানক্যাপ ১০০ থেকে ২০০, পায়ের তাবেয়া ২০০, চামড়ার মোজা ৪০০ থেকে ১ হাজার, তায়ম্মুমের মাটি ৫০ থেকে ১০০, মিসওয়াক ২০ থেকে ৫০, সালোয়ার ৩০০ থেকে ৪৫০, ছাতা ১৫০ থেকে ৬০০, ছোট কোরআন শরিফ ১০০ থেকে ৪৫০ টাকা।

এছাড়া আছে গামছা-টাওয়াল, জুতা, টুপি, তসবি, আতর, বোরকা। এসব কেনা যাবে পাইকারি ও খুচরা। ঠিকানা : আল-ইসলাম ব্রাদার্স, বায়তুল মোকাররম ১ নং উত্তর গেট, ১ নং দোকান নং (নিচতলা), ঢাকা। মোবাইল : ০১৮২৩৮৮০১৫৮

(ওএস/এএস/জুলাই ২০, ২০১৬)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test