E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ওয়েস্টিনের বৈশাখ আয়োজন

২০১৭ এপ্রিল ১১ ১২:২৪:৩৬
ওয়েস্টিনের বৈশাখ আয়োজন

লাইফস্টাইল ডেস্ক : পহেলা বৈশাখ নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। বিশেষ দিনটি কোথায় গিয়ে কীভাবে উদযাপন করা যায়, এনিয়েই চলছে নানা ভাবনা, আপনার ভাবনায় পূর্ণতা এনে দিতে, আমরা দিয়ে যাচ্ছি সব আয়োজনের খবরাখবর।

জেনে নিন কী থাকছে পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনের বৈশাখী আয়োজন।

হোটেলটিতে বায়োক্কোপ, ঢাক ঢোল, বৈশাখী মেলাসহ ১৪ এপ্রিল সকাল নয়টা থেকেই চলবে নানা আয়োজন।

সকালে ব্রেকফাস্ট বুফে, দুপুরে লাঞ্চ ও রাতের ডিনারে থাকবে নানা রকম ভর্তা, ইলিশ ভাজা, সরষে ইলিশ, খিচুড়ি, মাটন চাপ, হাঁস ভুনা, চিতই, পাটিশাপটা, ফুচকা, চটপটি, আমের-বেলের শরবত, রসগোল্লা, সন্দেশসহ শত পদের মজাদার খাবার।


বছরের প্রথম দিন পরিবার ও বন্ধুদের নিয়ে চলে যেতে পারেন ওয়েস্টিনে।

(ওএস/এসপি/এপ্রিল ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test