E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জঙ্গি আব্দুল্লাহর ২ সহযোগী গ্রেফতার

২০১৭ অক্টোবর ১০ ১৪:০৯:১৩
জঙ্গি আব্দুল্লাহর ২ সহযোগী গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি : রাজধানীর মিরপুরে র‌্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহর দুই সহযোগী স¤্রাট ও শাহাদত হেসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার(৯ অক্টোবর) রাতে টাঙ্গাইলে কর্মরত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-১২ এর ৩নং কোম্পানীর একটি দল নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১২ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সেলিম জাহাঙ্গীর মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে প্রেস ব্রিফিংয়ে জানান, ঢাকার মিরপুরে অভিযানে নিহত আব্দুলøাহর বাড়িতে গত ২৫ আগস্ট বৈঠকে গ্রেপ্তারকৃত সম্রাট ও শাহাদত উপস্থিত ছিলেন।

এ সময় তারা বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করেছিল। যা র‌্যাবের প্রো-এক্টিভ অভিযানে ভেস্তে যায়। বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাই তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ও ইসলামী শরিয়া আইন চালু করতে চায়। এই মতবাদে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাবিধ জিহাদি পোস্ট, জিহাদি পিডিএফ ফাইল মনোযোগ দিয়ে পড়ত। একই সাথে তাদের সহযোগীদের ধ্বংসাত্মক পরিকল্পনা তাদের আকৃষ্ট করত। এভাবেই তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। গত ১০ সেপ্টেম্বর তারা বৈঠক করে। ওই বৈঠকে তারা বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান র‌্যাবের অধিনায়ক।

গ্রেপ্তারকৃত শাহাদতের বাড়ি সিরাজগঞ্জের সাহেদ নগর গ্রামে। বাবার নাম গোলাম মোস্তফা আর সম্রাট নেত্রকোনার মোহনগঞ্জ থানার শেখুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তাদের আদালতে পাঠানো হয়েছে।


(আরকেপি/এসপি/অক্টোবর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test