E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বনগ্রাম গণহত্যা দিবস স্বরণে নাগরপুরে শোক র‌্যালি

২০১৭ অক্টোবর ২৫ ১৯:২৩:৩৯
বনগ্রাম গণহত্যা দিবস স্বরণে নাগরপুরে শোক র‌্যালি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ১৯৭১ সালের ২৫ অক্টোবর পাক হানাদার বাহিনী বনগ্রাম গ্রামে ৭জন মুক্তিযোদ্ধাসহ মোট ৯৭জনকে নির্মমভাবে হত্যা করে। হানাদার বাহিনীর দল ওই গ্রামের বাড়ীঘর জ্বালিয়ে দেয় এবং মা বোনের ইজ্জতের ওপর হামলা করে। এই নির্মম হত্যাযজ্ঞ ও পৈচাশিক হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বনগ্রাম গণহত্যা দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বুধবার সকালে শোক র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। গণকবর স্মতি সৌধে পূষ্পমাল্য অর্পণ শেষে গণকবর সংলগ্ন এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীন।

অন্যান্যের মধ্যে আরোও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার মো. সুজায়েত হোসন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসা. জিয়াসমিন আক্তার জোৎস্না, ডেপুডি কমন্ডার আব্দুল মতিন সামি, মুক্তিযোদ্ধা মীর জহুরুল হক বাদশা, গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার আহবায়ক মো. আজিজুল হক বাবু প্রমূখ।

এসময় উপজেলার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরকএসআর/এসপি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test