E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাপুরে সূর্যাস্তের পর ডিগ্রি পরীক্ষা গ্রহণ! 

২০১৭ নভেম্বর ২৬ ১২:৫৬:১৬
মির্জাপুরে সূর্যাস্তের পর ডিগ্রি পরীক্ষা গ্রহণ! 

টাঙ্গাইল প্রতিনিধি : খ্রিস্টান ধর্মের সেভেন ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ১৫জন পরীক্ষার্থী শনিবার (২৫ নভেম্বর) সূর্যাস্তের পর ডিগ্রি (পাস) পরীক্ষায় অংশ নিয়েছেন। শনিবার দিনের বেলায় নিজের জন্য কোন কাজ করেন না তারা, তাই এ ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। 

জানা গেছে, ডিগ্রি (পাস) পরীক্ষা ২০১৬ সালের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। শনিবার দুপুর ১টা থেকে ছিল রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা। এই পরীক্ষায় মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ১০৫ পরীক্ষার্থী পরীক্ষা দেন। কিন্তু এ পরীক্ষায় খ্রিস্টান ধর্মের সেভেন ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ১৫ জন শিক্ষার্থী অংশ নেননি।

একই প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কারণে খ্রিস্টান ধর্মের ওই ১৫ পরীক্ষার্থীকে দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত পাঁচ ঘণ্টা কলেজ কেন্দ্রের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে সূর্যাস্তের পর(সাড়ে পাঁচটার পর) তাদের পরীক্ষা কেন্দ্রে বসিয়ে ওই একই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া হয়।

পরীক্ষার্থী সুমা মধু, সাগরিকা বাড়ই বলেন, ঈশ্বর সাতদিনের ছয়দিন সৃষ্টি করেছেন এবং একদিন বিশ্রাম নিয়েছেন। সে কারণে সাপ্তাহে একদিন (শনিবার) আমরা সেবামূলক কাজ ছাড়া নিজের জন্য দিনের বেলায় কোন কাজ করিনা। এভাবে তালাবদ্ধ থেকে পরীক্ষা দিতে আমাদের খুব অসুবিধা হয়। শনিবার যেন কোন পরীক্ষা না রাখা হয় সে বিষয়ে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

পরীক্ষা কেন্দ্রের হল সুপারিনটেনডেন্ট মো. আব্দুল হামিদ জানান, শনিবার মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে কালিয়াকৈরে অবস্থিত বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সেমিনারি স্কুল অ্যান্ড কলেজের ওই ১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক এভাবে আমাদের পরীক্ষা নিতে হয়। তবে পরীক্ষা নিতে গিয়ে আমাদেরও অনেক ভোগান্তি পোহাতে হয়।

(আরকেপি/এসপি/নভেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test