E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘাটাইলে পুলিশি সহযোগিতায় চলছে মাদক ব্যবসা

২০১৭ ডিসেম্বর ০৪ ১৪:২৩:৩২
ঘাটাইলে পুলিশি সহযোগিতায় চলছে মাদক ব্যবসা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া গ্রামে থানা পুলিশের প্রকাশ্য মদদে চলছে মাদক ব্যবসা। এসব মাদক ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

জানা যায়, দেওপাড়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস,আই সেকান্দার আলীর সহযোগীতায় মাদক ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেওপাড়া গ্রামের আবু তাহের ও তার ভাই হাসিবুল হক ওরফে আন্ডু দীর্ঘ দিন যাবৎ ইয়াবা, হিরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক সামগ্রী বিক্রী করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় যুব সমাজ দিন দিন এসব নেশায় জড়িয়ে পড়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।

স্থানীয়রা জানায়, আন্ডুসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের দহরম-মহরম সম্পর্কের কারণে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না।

এ বিষয়ে সম্প্রতি আওয়ামীগের বিশেষ বর্ধিত সভায় নেতারা মাদক ব্যবসায়ীদের হুশিয়ারী দিয়ে বলেছেন, ঘাটাইল উপজেলার বিভিন্ন স্থানে ভয়াবহ মাদক ব্যবসায় সয়লাব হয়ে গেছে। থানার পুলিশ মাদক ব্যবসায়ীদের আটক করে অজ্ঞাত কারনে আবার ছেড়ে দেয় অভিযোগ করেন। পুলিশ এখনো উত্তর টাঙ্গাইলের শীর্ষ মাদক কারবারী আবু তাহের ও তার ভাই হাসিবুল হক ওরফে আন্ডুকে গ্রেফতার করতে পারেনি।

সম্প্রতি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তারা ঘাটাইল উপজেলা আওয়ামীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিশেষ বর্ধিত সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল ডঃ শহিদুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহিদ, য্গ্মু আহ্বায়ক মজিবর রহমান, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট শাহান শাহ মিন্টু, মহিলা সদস্য রাজিয়া সিদ্দিকী সুমি, উপজেলা আ.লীগের সদস্য দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ায়ম্যান আব্দুর রাজ্জাক, ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদারসহ ১২টি ইউনিয়ন আলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ওয়ার্ড আ.লীগ অঙ্গসংঠনের নেতারা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ অবিলম্বে ঘাটাইলকে মাদকমুক্ত করার আহবান জানান।

উল্লেখ্য, দেওপাড়া ইউনিয়নের কালিকা গ্রামের আব্দুল বাছেদের ছেলে আবু তাহের দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। সম্প্রতি তাহের আত্মগোপনে থাকায় তার ভাই হাসিবুল হক আন্ডু এ অবৈধ ব্যবসার হাল ধরেছেন। কিন্তু পুলিশ আন্ডুকে গ্রেফতার করছেনা। উত্তর টাঙ্গাইলের শীর্ষ মাদক ব্যবসায়ী আবু তাহেররে ব্যবসা পরিচালনাকারী আন্ডুর সাথে পুলিশের রয়েছে দহরম-মহরম সম্পর্ক। তাই সে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বীর দর্পে।

এদিকে ঘাটাইল উপজেলা বি এন পি নেতা দেওপাড়ার কহিনুরের ছেলে যুবদল নেতা সাইফুল ইসলামও মাদক ব্যবসা করে যাচ্ছে দেদারছে। অবিলম্বে মাদক কারবারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ঘাটাইল থানার এসআই আফজালের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে বলেন, এসআই সেকান্দার আলী আমার কাছের মানুষ তার বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করা যাবে না। কিছুক্ষন পর এসআই সেকান্দার তার মুঠো ফোন থেকে সংবাদকর্মীর সাথে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে প্রতিবেদককে সংবাদ প্রকাশে নিষেধ করেন।

এ ব্যাপারে দেওপাড়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি এ্যাডভোকেট রেজাউল করিম বাদশা বলেন আমরা মাদকের বিষয়ে কমিউনিটি পুলিশিং ও আইনশৃংখলা মিটিংয়ে বারবার উত্থাপন করলেও এবং ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআইদের বললেও তারা প্রয়োজনীয় কোন পদক্ষেপ গ্রহণ করেন না। ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদ্ক বলেন আমরা এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নিতে বললেও পুলিশ প্রশাসন এ ব্যাপারে নিশ্চুপ রয়েছেন।

(আরকেপি/এসপি/ডিসেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test