E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

২০১৭ ডিসেম্বর ২০ ১৭:৩২:৩৯
চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ‘ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’-এই শ্লোগানকে ধারণ করে বুধবার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরবিার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সবিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ হাসাদুল ইসলাম হীরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার ও বিএমএ পাবনা জেলা সভাপতি ডাঃ মোঃ গোলজার হোসেন।

বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সুফিয়া খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম ,থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার মোঃ নাজমুস সাকিব, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল।

সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে স্লাইড উপস্থাপন ও সভা পরিচালনা করেন আবাসিক মেডিকেল অফিসার স.ম. বায়েজিদ। আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে চাটমোহর উপজেলায় ৪৫ হাজার ৭৩৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ২৭৮টি ক্যাম্পে ৫৫৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এরমধ্যে ১২-৫৯ মাস পর্যন্ত ৪০ হাজার ২৩৪ জন এবং ৬-১১ মাস পর্যন্ত ৫হাজার ৫০৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

(এসএইচএম/এসপি/ডিসেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test