E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় জেএসসির ফলাফলে খুশি না হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

২০১৭ ডিসেম্বর ৩১ ১৫:৩০:৫০
কলাপাড়ায় জেএসসির ফলাফলে খুশি না হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

কলাপাড়াম (পটুয়াখালী) প্রতিনিধি : আশা ছিলো জিপিএ-৫ পাবে। কিন্তু জেএসসি পরীক্ষায় প্রত্যাশিত রেজাল্ট না পেয়ে মনের দুঃখে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে মোসামৎ জান্নাতী (১৩)এক শিক্ষার্থী। পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া গ্রামে গত শনিবার সন্ধায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

জানা যায়, মেলাপাড়া গ্রামের মো. লাল মিয়া সেলিমের মেয়ে জান্নাতী এ বছর পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তার রোল নং ১৮৫৮২৪। শনিবার বিকালে পরীক্ষার ফলাফল প্রকাশ হলে সে এক দশমিক ৫০ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। এ ফলাফলে হতাশ হয়ে সবার অলক্ষ্যে ঘরের দোতলায় উঠে গলার ওড়না দিয়ে সে আত্মহনন করে। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যু সংবাদে বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরাও শোকে মূহ্যমান হয়ে পড়েন।

স্কুল ছাত্রীর স্বজনরা জানান, জান্নাতীর ফলাফলে তারা খুশি না হলেও বিষয়টি নিয়ে কোন আলোচনাও হয়নি। কিন্তু কেন জান্নাতী এ কাজ করলো তারাও ভেবে পাচ্ছেন না। এ ঘটনায় তারা বাকরুদ্ধ।

জান্নাতীর একাধিক সহপাঠী জানায়, পরীক্ষা দেয়ার পর জান্নাতী বলেছিলো সে ভালো রেজাল্ট করবে। কিন্তু আশানুরূপ ফলাফল না পেয়ে মনের দুঃখে এ আত্মহননের কাজ করতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম জানান, জান্নাতী মেধাবী ছাত্রী ছিলো। কিন্তু কি কারনে এতো কম গ্রেড পেলো তারাও ভেবে পাচ্ছেন না। তবে তার এ আত্মহনননের খবরে গোটা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা শোকাহত।

(এমকেআর/এসপি/ডিসেম্বর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test