E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে ৭ লাখ ৫০ হাজার বই বিতরণ করলেন ভূমিমন্ত্রী 

২০১৮ জানুয়ারি ০১ ১৫:৪৭:২১
ঈশ্বরদীতে ৭ লাখ ৫০ হাজার বই বিতরণ করলেন ভূমিমন্ত্রী 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. ঈশ্বরদীতে ৭৫ হাজার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ৭ লাখ ৫০ হাজার বই বিনামূল্যে একযোগে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি সোমবার সকালে ঈশ্বরদীর সাঁড়া মাড়োয়াড়ী মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার এর সভাপতিত্বে এসময়ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, সাঁড়া মাড়োয়াড়ী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইনুল ইসলাম বক্তব্য রাখেন। ঈশ্বরদীর ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে ৫ লাখ ৩৯ হাজার ৭০০টি এবং ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৯ হাজার ৬০০ ছাত্র-ছাত্রীর মাঝে ২ লাখ ৯ হাজার ৬৫০টি বই বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রমান্বয়ে জাতীয়করণ করার ঘোষণা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।

(এসকেকে/এসপি/জানুয়ারি ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test