E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাগঞ্জে বই উৎসব

২০১৮ জানুয়ারি ০১ ১৭:৩৬:১৩
মির্জাগঞ্জে বই উৎসব

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধ্যমিক ও স্তরে বিনামূল্যে পাঠ্যেপুস্তক বিতরনের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা সদরস্থ সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে বই বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এম.মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা,ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আজিজ হাওলাদার,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব, সহকারি শিক্ষা অফিসার জিন্নাত জাহান,সৈয়দা মরিয়ম জাহান,মোসাম্মৎ খাদিজ খানম, প্রধান শিক্ষক কাজী মোঃ মনিরুজ্জামান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ রফিক জোমাদ্দার প্রমুখ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছরের শুরুতে উপজেলার ১৪২টি প্রাথমিক বিদ্যালয়ে ১২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে।

তার মধ্যে বালক ৫ হাজার ৯৩৮জন ও বালিকা ৬ হাজার ৯৩৬জন শিক্ষার্থী এবং মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে,উপজেলায় মাধ্যমিক,দাখিল ও ইবতেদায়ী শিক্ষার্থী ১৭ হাজার ৪২০জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই বিতরন করা হয়। তারমধ্যে মাধ্যমিক স্তরে ৯ হাজার ৯৪৫জন,দাখিলে ৩ হাজার ৯৫০ জন ও ইবতেদায়ী শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৫২৫জনের মধ্যে বই বিতরণ করা হয়েছে।

(ইউজি/এসপি/জানুয়ারি ০১, ২০১

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test