E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে আ.লীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

২০১৮ ফেব্রুয়ারি ০৬ ১৮:১৩:১২
সাপাহারে আ.লীগের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার বিকেলে নওগাঁর সাপাহার উপজেলায় জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনগুলোর যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, সাধন চন্দ্র মজুমদার এমপি।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে বাংলাদেশ স্বাধীন করলেও কতিপয় দুষ্কৃতকারী আততায়ী ও অশুভশক্তি তার সে স্বপ্ন পূরণ করতে দেয়নি। দেশ গড়ার স্বপ্ন শুরু করার সঙ্গে সঙ্গে নৃশংসভাবে তাঁকে স্ব-পরিবারে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, সোনার বংলাগড়ার স্বপ্নকে নস্যাত করে দেয় ষড়যন্ত্রকারীরা। এর পর দেশদ্রোহী ও তার অংগ সংগঠনগুলো মিলে দীর্ঘদিন দেশ পরিচালনা করলেও দেশ উন্নয়নের বদলে দেশকে তলাবিহীন ঝুড়ির দেশে পরিণত করেছিল। বঙ্গবন্ধুর সু-যোগ্য উত্তর সুরী জননেত্রী শেখ হাসিনা তার বাবার সে স্বপ্নকে পূরণ করতে অঙ্গিকারাবদ্ধ।

তিনি বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আবারো দ্বিতীয়বার ক্ষমতায় এসে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হওয়ায় দেশ এখন তলাবিহীন ঝুড়ির বদলে নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাই আগামী ২০২১সালের ভিশনকে সফল ও সার্থক করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনার সরকারকে জেতানোর দরকার।

এসময় অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি, মুক্তি যোদ্ধা কমান্ডার ওমর আলী, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথির হাতে রোহিঙ্গাদের সাহায্যার্থে সাহাপার উপজেলার সর্বস্তরের জনগনের দেয়া অনুদানের ৪ লাখ ৬৪ হাজার টাকা প্রদান করা হয়।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test