E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদা-তারেক বিশ্বাসঘাতকের প্রেতাত্মা : ভূমিমন্ত্রী

২০১৮ ফেব্রুয়ারি ২৪ ১৮:৩৫:৪২
খালেদা-তারেক বিশ্বাসঘাতকের প্রেতাত্মা : ভূমিমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, বাংলার চার বিশ্বাসঘাতকের প্রেতাত্মা বেগম খালেদা ও তার পুত্র তারেক জিয়া। এদের কারণেই আজো বাংলা সোনার বাংলা হতে পারেনি। 

তিনি বলেন, সকল ষড়যন্ত্রকে পরাহত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন বাংলাদেশের সাড়ে ষোল কোটি মানুষের মধ্যে কেউ অভুক্ত থাকে এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না।

শনিবার বিকালে ঈশ্বরদী উপজেলার ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের অভ্যন্তরে সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেন ও আরএআরএস হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট বিতরণ ও সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় দেশে অব্যাহত উন্নয়ন ঘটে চলেছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক দুরদর্শীতা ও দক্ষভাবে রাষ্ট্র পরিচালনার সুফল জনগণ পেতে শুরু করেছে। তাঁরই নেতৃত্বে আমরা এদেশের মানুষের দুঃখ, কষ্ট ভুলিয়ে দিয়ে ২০৪১ সালে বাংলাদেশকে ফ্রান্স, জার্মানী, আমেরিকা, জাপানের মতো উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চাই। মন্ত্রী ক্রীড়াবিদ ও ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, সুন্দর মানুষ তৈরীর পীঠস্থান সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেন। সুন্দর জীবন গড়ার শিক্ষা দেয় এই প্রতিষ্ঠান।

বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ে তোলার আহব্বান জানিয়ে মন্ত্রী বলেন, নিজের জীবন গড়লেই পরিবার গড়া হবে, পরিবার গড়া হলেই সমাজ ও উন্নত দেশ গড়া হবে, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া স্বার্থক হবে।

মন্ত্রী ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশুনা করে শতভাগ জিপিএ-৫ প্রাপ্তি নিশ্চিত করার উপদেশ দেন। পরে মন্ত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্রীড়ানৈপুণ্য ও বর্ণাঢ্য ডিসপ্লে উপভোগ করেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।

ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সাবেক সিএসও ড. মো. শাহাবুদ্দিন খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ওমর আলী, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল ও সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন ও আরএসআরএস হাইস্কুলের অধ্যক্ষ কবীর আলী বক্তব্য রাখেন।

মন্ত্রী শহরের অরণকোলায় এম.এ. গফুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও চরমিরকামারীর ভাষা শহীদ বিদ্যানিকেতন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন এবং ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, এম.এ. গফুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল হাশেম, পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, সাইফুল আলম বাবু মন্ডল, ভাষা শহীদ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোক্তার হোসেন বক্তব্য রাখেন।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test