E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুর বেতান্দর উচ্চ বিদ্যালয়ে ৫০তম বার্ষিক ক্রীড়া উৎসব 

২০১৮ মার্চ ০৩ ১৮:১৩:১১
গৌরীপুর বেতান্দর উচ্চ বিদ্যালয়ে ৫০তম বার্ষিক ক্রীড়া উৎসব 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বেতান্দর উচ্চ বিদ্যালয়ে শনিবার (০৩ মার্চ) ৫০তম বার্ষিক ক্রীড়া উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার। 

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব এর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম ফজুলল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়ময়নসিংহ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ বিধু ভূষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কিল্লা বোকাইনগর ফাজিল মাদরাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল আউয়াল খান পাঠান, গ্রামীণ ব্যাংক নাহড়া বাজার শাখার ম্যানেজার মো. রাইসুল হাসান রাসেল, বোকাইনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম খান মুক্তি।

এছাড়ও স্বাগত বক্তব্য রাখেন বেতান্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক মো. আব্দুল মজিদ, দাতা সদস্য আব্দুর রহমান, অভিভাবক সদস্য মো. মোস্তুফা কামাল, মো. রুকন উদ্দিন, মো. রেজাউল করিম, মো. সোহেল মিয়া, মতিউর রহমান মজনু, আব্দুর রইফ মঞ্জু, আব্দুল খালেক প্রমুখ।

৫০তম ক্রীড়া উসৎবে ২৩টি ইভেন্টে প্রায় ২শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণ করেন। এছাড়াও প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করেন। দিনব্যাপী ক্রীড়া উৎসব শেষে স্কুল মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

(এসআইএম/এসপি/মার্চ ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test