E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় যুবককে ঝুলিয়ে পেটানোর ঘটনায় গ্রেফতার ১

২০১৮ মার্চ ০৪ ১৮:০১:০০
নওগাঁয় যুবককে ঝুলিয়ে পেটানোর ঘটনায় গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি : চুরির অপবাদ দিয়ে নওগাঁর পত্নীতলায় এক যুবককে উল্টো করে ঝুঁলিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার উপজেলার আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। 

ঘটনার ভিডিওটি আদনান রহমান নামে এক ব্যক্তির ফেসবুক আইডিতে সন্ধ্যা ৭টার দিকে প্রকাশ (আপলোড) করা হয়েছে।

এ ঘটনায় পুলিশে তোলপাড় সৃষ্টি হয়। ভিডিও দেখে যে যুবকটি লাঠি দিয়ে পেটাচ্ছিল, সেই যুবককে রবিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নুরুন্নবী। সে আকবরপুর ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মচারী। সেই সঙ্গে যাকে পেটানো হচ্ছিল, সেই যুবককে উদ্ধার করেছে পুলিশ। তার নাম শফিকুল ইসলাম। বাড়ি উপজেলার শুরহট্টি শিবপুর।

জানা গেছে, শুক্রবার ছিল উপজেলার মধইল হাটের দিনে। সেখানে ওই যুবক এক জনের পকেট মারে। এরপর সেখানে তাকে উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দেয়া হয়। পরবর্তিতে তাকে কয়েকজন মিলে আটক করে আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে এ অমানুষিক নির্যাতন চালানো হয়।

আদনান রহমান তার আইডিতে ক্যাপশন লিখেছেন, ‘নওগাঁ জেলার পত্মীতলার আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে এভাবেই বেধড়ক পেটানো হয় পকেটমারকে। আইনের হাতে তুল না দিয়ে এভাবে অমানুষের মতো পেটানো কখনই যুক্তিসংগত হতে পারে না।’

ভিডিওতে দেখা যায়, ওই যুবককে প্রথম দুই পা বাঁধেন এক ব্যক্তি। তার পর দুই পায়ের মাঝ দিয়ে বাঁশ ঢুকিয়ে মরা গরুর মতো দু’জনে কাঁধে নিয়ে যুবককে উল্টো করে উঁচু করে ঝুলিয়ে রাখে। কালো গেঞ্চি পরিহিত অপর এক ব্যক্তি লাঠি দিয়ে যুবকের পায়ের তালুতে বেধড়ক পেঠাতে থাকে। এক পর্যায় ওই যুবক লাঠির আঘাতের যন্ত্রনা সহ্য করতে না পেরে নির্যাতনকারী পা জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে। এরপরও ওই লোকটি তাকে পেটাতে থাকে।

আকবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় ইউনিয়ন পরিষদ বন্ধ থাকে। যুবককে পিটানোর পর ভিডিও করে ফেসবুকে ভাইরাল হয়েছে, তা লোকমুখে শুনেছি।

পত্নীতলার থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম বলেন, ভিডিওটি দেখে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর করে মারপিটের নায়ক নুরুন্নবীকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে ভিকটিম শফিকুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।

(বিএম/এসপি/মার্চ ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test