E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৃষি জমিতে ইটভাটা নির্মানের প্রতিবাদ করায় সংঘর্ষ, আহত ৭

২০১৮ মার্চ ১৮ ১৮:১০:১২
কৃষি জমিতে ইটভাটা নির্মানের প্রতিবাদ করায় সংঘর্ষ, আহত ৭

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের শুরকালী নামক স্থানে লোকালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন কৃষি জমিতে অবৈধভাবে ইটভাঁটি নির্মান কাজের প্রতিবাদ করায় রবিবার উভয় পক্ষের সংঘর্ষে  অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। 

জানা গেছে, মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ হোসেন এবং তার ভাই সানোয়ার হোসেন আধাইপুর ইউনিয়নের আধাইপুর গ্রামের শুরকালী নামক বাজারের পার্শ্বে কোল্ড স্টোরেজ নির্মানের কথা বলে কিছু জমি ক্রয় করেন। ২০১৭ সালের জুলাই মাসের দিকে হঠাৎ করে ওই জমিতে ইটভাঁটি নির্মানের কাজ শুরু করলে গ্রামবাসী বাধা দেন।

বাধা উপেক্ষা করে কাজ অব্যাহত রাখলে গ্রামের নারী, পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মানববন্ধন করে জেলা প্রশাসক এবং পরিবশে অধিদপ্তরের পরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করেন।

উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক একেএম মাসুদুজ্জামান স্বাক্ষরিত স্মারক নং ২২.০২.১০২০.২২১.৬০.০৪৪.১৭. তারিখ ১০/০৯/২০১৭ পত্রের মাধ্যমে ইটভাঁটির সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। তারপর থেকে ইটভাঁটির কাজ বন্ধ ছিল।

শনিবার হঠাৎ করে পুনরায় নির্মান কাজ শুরু করলে রবিবার বেলা ১১ টার দিকে গ্রামবাসী একত্রিত হয়ে বাধা দিতে গেলে পূর্ব থেকে প্রস্তুতি নেয়া ইটভাঁটি মালিকের ভাড়াটিয়া লোকজন লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর আক্রমন চালায়।

এতে উভয় পক্ষের সংঘর্ষে মোঃ দবির উদ্দিন(৭০), ফজেল হোসেন (৪০), হাবিবুর রহমান (৫৮), আঃ মান্নান(৫২), আকামদ্দিন (৫৭), আঃ জব্বার (৬০) এবং বাবুল হোসেন (৪৭) মারাত্মক আহত হন।

লোকজন দ্রুত তাদের বদলগাছী হাসপালে নিয়ে গেলে প্রথম ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনজন বদলগাছী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

(বিএম/এসপি/মার্চ ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test