E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলায় ডুবে যাওয়া কার্গোটি ৩ দিনেও উদ্ধার হয়নি

২০১৮ মার্চ ১৯ ১৫:৪৬:০৭
মোংলায় ডুবে যাওয়া কার্গোটি ৩ দিনেও উদ্ধার হয়নি

বাগেরহাট প্রতিনিধি : মোংলা-ঘষিয়াখালী আর্ন্তজাতিক নৌ প্রটোকল ভূক্ত চ্যানেলে ডুবে যাওয়া এমভি মদিনা মুনাওয়ারা- ১ নামের কার্গোটি গত ৩ দিনেও উদ্ধার হয়নি।

মোংলার সেনা কল্যান সংস্থা’র সিমেন্ট মিলস থেকে ২ হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্টে যাওয়ার পথে ১৭ মার্চ বিকালে বাগেরহাটের রামপাল খেয়াঘাটের কাছে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে কার্গোটি ডুবে যায়।

বিআইডব্লিউটিএ মোংলার নৌসংরক্ষন বিভাগ প্রধান পাইলট মো. শাহ আলম জানান, আর্ন্তজাতিক এই নৌরুটের নাব্যতা রক্ষায় দ্রুত ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার করা প্রয়োজন। তবে, কার্গো ডুবির ফলে আপাতত আন্তর্জাতিক এ চ্যালেলের নৌচলাচলে কোন সমস্যা হচ্ছে না। বিষয়টি নিয়ে তারা সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। নিয়মানুযায়ী ১৫ দিনের সময় বেধে দিয়ে কার্গোটি উদ্ধারে মালিক পক্ষকে চিঠি দেয়া হয়েছে। যদি মালিক পক্ষ উদ্ধারে ব্যর্থ হয়, তাহলে কার্গোটিকে নিলামে দিয়ে তা উদ্ধার করা হবে।

বিআইডব্লিউটিএ খুলনা বিভাগের যুগ্মপরিচালক (ভারপ্রাপ্ত) এস এম সানোয়ার হোসেন জানান, যে পয়েন্টে কার্গোটি ডুবে গেছে, সেখানে বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে, যাতে এই আর্ন্তজাতিক নৌরুট দিয়ে চলাচলকারীদের কোন জাহাজের সমস্যায় পড়তে না হয়। গুরুত্বপূর্ণ এই চ্যানেল থেকে কার্গোটি উদ্ধারের জন্য যথাযত ব্যবস্থা নেয়া হয়েছে। মালিক পক্ষকে চিঠি দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার কাজ সম্পন্ন হবে।

ডুবে যাওয়া কার্গোটির মালিক মো. রফিকুল ইসলাম জানান, সোমবার বিকাল পর্যন্ত কার্গোটি উদ্ধারের জন্য তিনি বিআইডব্লিউটিএ কোন চিঠি বা নির্দেশানা পাননি। ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারের জন্য তিনি বিআইডব্লিউটিএ কাছে দাবি জানান। তবে, বিআইডব্লিউটিএ কাজটি না করলে তিনি ডুবে যাওয়া কার্গো উদ্ধার কাজ শুরু করবেন বলে জানান।

(এসএকে/এসপি/মার্চ ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test