E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ণিল আয়োজনে কেন্দুয়ায় নববর্ষ উদযাপন

২০১৮ এপ্রিল ১৪ ২৩:৩৭:৫৯
বর্ণিল আয়োজনে কেন্দুয়ায় নববর্ষ উদযাপন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রাণের উচ্ছাসে কেন্দুয়ায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সরকারি ভাবে দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসন সকােল উপজেলা পরিষদ মিলানায়াতনে পান্থা ভাত খাবারের আয়োজন করে।

সকাল নয় টায় উপজেলা সদরে এক মঙ্গল শোভাযাত্রা বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে এতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য মো: আসাদুল হক ভূঞা, ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জাল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জানাহারা রোজি, অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন চন্দ্র সরকার, কেন্দুয়া সাহিত্য সংসদের সভাপতি এডভোকেট আ.ক.ম. বজলুর রহমান তুলিপ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

রং বেরঙের বিভিন্ন সাজে সজ্জিত হয়ে লোকজ সংস্কৃতির বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলে শোভা যাত্রায় অংশ নেয় কেন্দুয়া ডিগ্রী কলেজ, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরুন্নে বালিকা উচ্চ বিদ্যালয়, সায়মা শাহজাহান একাডেমি, ল্যাবরেটরী স্কুল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দ বিদ্যানিকেতন, ফুলকলি বিদ্যানিকেতনের ছাত্র/ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

শোভাযাত্রা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞার সঞ্চালনায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৈশাখি মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে এই মঞ্চে এস হে বৈশাখ এসো এসো সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

এরপর বৈশাখি মঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি, ছড়া সহ বিভিন্ন বিচিত্রা অনুষ্ঠানে অংশ নেয় । এ দিকে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখি মেলাও বসে। মেলায় প্রায় দুই শতাধিক স্টলে মাটির তৈরী বিভিন্ন পন্য ছাড়াও কাঠ, বাশঁ, বেতের তৈরি বিভিন্ন সামগ্রী স্থান পায়।

(এসবি/এসপি/এপ্রিল ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test