E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাঁজা সেবনের দায়ে পাঁচ শিক্ষার্থী বহিস্কার 

২০১৮ এপ্রিল ১৯ ১৫:৩৯:৩৪
গাঁজা সেবনের দায়ে পাঁচ শিক্ষার্থী বহিস্কার 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : গাঁজা সেবনের দায়ে বহিস্কার করা হয়েছে পটুয়াখালীর বাাউফলের মনদপুরা মাধ্যমিক বিদ্যালয়ের অনিক হোসেন, শুভ, মাইনুল ইসলাম, ফারুক ও আসলাম নামে ১০ম শ্রেণির পাঁচ শিক্ষার্থীকে। 

গত মঙ্গলবার (১৭, এপ্রিল) বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষে নোটিশ দিয়ে অবহিত করার পর থেকে ক্লাসে অনুপস্থিত রয়েছে ওইসব শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক। বিদ্যালয়ের কয়েক শিক্ষক ও অভিভাবক জানান, গত বুধবার ছুটির পরে বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে গাজা সেবনের কথা জেনে বিদ্যালয় থেকে তাদের বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বিদ্যালয় লাগোয়া এলাকার এক অভিভাবক বলেন, 'হাতেনাতে না ধরে ছাত্রদের বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান ফরিদের উপস্থিতিতে ছাত্রদের বহিস্কারের সিদ্ধান্ত না নিয়ে সংশোধনের সুযোগ দেওয়া যেত। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের ব্যাপারে এমন কঠিন দন্ড তাদেরকে আরো খারাপ পথে নেবে।'

নাম প্রকাশে অনিচ্ছুক অভিযুক্ত ছাত্রদের একজন বলেন, ' আমি ওই কাজে জড়িত ছিলাম না। অন্যদের কাছে শুনে ক্লাসে না যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার স্কুলে গেলেও ক্লাসে ঢুকতে দেয়নি।'

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান শিক্ষার্থীদের বহিস্কার ও গাঁজা সেবনের বিষয়টি স্পস্ট না করে বলেন, 'বরিশালে অবস্থান করায় দায়িত্বপ্রাপ্ত সহ-প্রধান শিক্ষক খাইরুল আলম ও ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান ফরিদের উপস্থতিতে সিদ্ধান্ত হয়। বিদ্যালয় থেকে তাদের বহিস্কার করা হয়নি। বিদ্যালয়ে মারপিট হুরমুড়ের মতো নানা ধরণের শৃঙ্খলা ভঙ্গের কাজে জড়িত থাকায় শাষিয়ে দিতেই নোটিশ করা হয়। ওই ছাত্রদের শনিবার অভিভাবকসহ আসতে বলা হয়েছে। ওই দিন সিদ্ধান্ত নেওয়া হবে।'

তবে এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান ফরিদের মোবাইফোনে (০১৭১৫১৮২৯১৭) চেস্টা করে তা বন্ধ পাওয়া যায়।

(এমএবি/এসপি/এপ্রিল ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test