E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় জামিনদারকে আটক

২০১৮ এপ্রিল ১৯ ১৮:২৬:৪২
কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় জামিনদারকে আটক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জের এনজিওর পদক্ষেপের কিস্তির টাকা পরিশোধ না করায় জামিনদার সুখরঞ্জন মিস্ত্রীকে রাতে বাড়ী থেকে ধরে এনে অফিসে আটক করে রাখেন এনজিও অফিসের কর্মকর্তারা। 

ঘটনাটি ঘটেছে উপজেলার দোকলাখালী গ্রামে বুধবার রাত ৮টার দিকে। থানা পুলিশ এ খবর পেয়ে বৃহস্পতিবার সকাল দশটার সময়ে মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপ মির্জাগঞ্জ শাখা অফিস থেকে সুখরঞ্জন মিস্ত্রীকে উদ্ধার করেন এবং ম্যানেজার মোঃ নুরুজ্জমানকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সুখরঞ্জন জানান, আমার ভাই মনোতোষ মিস্ত্রী বাহরাইন(বিদেশ) যাওয়ার জন্য পদক্ষেপ এনজিও থেকে তাঁর স্ত্রীর মিনতি রানীর মাধ্যমে ৪০ ঋন গ্রহণ করে। তারা ঠিকমতো ঋনের টাকা পরিশোধ করছিলো। বাহরাইনে থেকে টাকা পাঠানোর সমস্যা হওয়ার কারনে মিনতি রানী ৬টি কিস্তি পরিশোধ করতে পারেনি এবং কিস্তির টাকা দিতে না পেরে এনজিও কর্মকর্তার কাছে ১৫ দিনের সময় চান। কিন্তু তারা সময় দিতে অপরগতা প্রকাশ করেন এবং পরে অফিসের ম্যানেজার মোঃ নুরুজ্জামানসহ মাঠকর্মী জাহিদুল ইসলাম ও শামিম জামিনদার সুখরঞ্জন মিস্ত্রীকে বাড়ী থেকে বুধবার রাতে জোড় করে ধরে এনে অফিসে আটকে রাখে এবং বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে।

মির্জাগঞ্জ থানার এসআই মোঃ কামাল হোসেন অফিসের ম্যানেজার ও উদ্ধারকৃত জামিনদার সুখরঞ্জনকে থানায় নিয়ে যায়। থানায় অভিযোগ না নিয়ে নাটকীয় ভাবে পদক্ষেপের ম্যানেজার মোঃ নুরুজ্জমানকে পুলিশ ছেড়ে এবং সুখরঞ্জনকে বাড়ী পাঠিয়ে দেয়।

মির্জাগঞ্জ উপজেলা শাখা পদক্ষেপ (এনজিও) অফিসের ম্যানেজার বলেন, সময়মত ঋন পরিশোধ করতে না পারায় জামিনদারকে ধরে এনেছিলাম।

এ ব্যাপারে এস.আই কামাল হোসেন বলেন, উভয় পক্ষকে মিমাংসা করে দেওয়া হয়েছে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস বলেন,তাদের মধ্যে আপোষ-মিমাংশা হয়েছে। মিনতি রানী আস্তে আস্তে এনজিও পদক্ষেপের ঋনের টাকা পরিশোধ করে দিবে।

(ইউজি/এসপি/এপ্রিল ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test