E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝাড়ফুঁকের অজুহাতে গৃহবধূকে ধর্ষণ

২০১৮ এপ্রিল ২৪ ১৭:৫৪:১৭
ঝাড়ফুঁকের অজুহাতে গৃহবধূকে ধর্ষণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলায় আইজুল হক মুফতী (৫০) নামের এক ভন্ড কবিরাজের বিরুদ্ধে ঝাড়ফুঁকের অজুহাতে এক গৃহবধূকে (২৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে উপজেলা সদরের লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতেই ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মহাদেবপুর থানায় মামলা করেছেন। 

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত পাঁচ বছর ধরে ওই ব্যক্তি নিজেকে কবিরাজ হিসেবে প্রচার করে মহাদেবপুর উপজেলা সদরের লিচুবাগান এলাকার একটি বাড়িতে চিকিৎসা দিয়ে আসছিলেন। মূলত জিন-ভূত তাড়ানোর কথা বলে লোকজনকে ঝাড়ফুঁক দিতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি উপজেলার এনায়েতপুর গ্রামে।

গতকাল বিকেলে পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের এক গৃহবধূ ওই কবিরাজের কাছে চিকিৎসা নিতে আসেন। জিন তাড়ানোর কথা বলে গোপনে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে বাড়ির ভিতরে ডেকে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। গৃহবধূ তাঁর স্বামীকে ঘটনাটি জানান।

পরে বিষয়টি জানাজানি হলে, স্থানীয় উত্তেজিত লোকজন কবিরাজের বাড়ি ঘেরাও করে রাখেন। কিন্তু কবিরাজ কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওই গৃহবধূর স্বামী বলেন, তাঁর স্ত্রী বেশ কিছু দিন ধরে অস্বাভাবিক আচরণ করছিল। বিভিন্ন চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় স্থানীয় লোকজনের পরামর্শে গতকাল বিকেল ৫টার দিকে কবিরাজ আইজুল মুফতীর বাড়িতে তাঁর স্ত্রীকে নিয়ে যান তিনি। কবিরাজকে সমস্যার কথা বললে তাঁর স্ত্রীকে জিনে ধরেছে বলে তিনি জানান।

জিন তাড়াতে নির্জনে ঝাড়ফুঁক দিতে হবে বলে কবিরাজ তাঁকে বাড়ির বাইরে বসতে বলে তাঁর স্ত্রীকে বাড়ির ভিতরে ডেকে নেয়। কবিরাজের বাড়ি থেকে বের হয়ে স্ত্রীকে আরও অস্বাভাবিক ও অসুস্থ অবস্থায় দেখতে পান তিনি। তাঁর স্ত্রী তাঁকে জানান, কবিরাজ তাঁকে ধর্ষণ করেছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। গতকাল সকালে নওগাঁ সদর হাসপাতালে ওই গৃহবধুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার পর থেকেই ওই কবিরাজ পলাতক রয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।

(বিএম/এসপি/এপ্রিল ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test