E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় ৯১টি কেন্দ্রের সবকটিতেই জয়লাভের আশা আ.লীগের

২০১৮ ডিসেম্বর ২৮ ২১:৫২:১২
কেন্দুয়ায় ৯১টি কেন্দ্রের সবকটিতেই জয়লাভের আশা আ.লীগের

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৩ আসনে (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকায় উজ্জ্বীবিত আওয়ামীলীগ নেতাকর্মী ও সমর্থকরা। দুই উপজেলায় দেড়শতাধিক পথসভা শেষে অসীম উকিলের দুটি বিশাল জনসভায় নেতাকর্মী ও সাধারন ভোটারদের ভীড় ছিল উপচেপড়া। চারিদিকে নৌকার গণজোয়ারের ফলে দুই উপজেলার আওয়ামীলীগ নেতাকর্মীরা দাবী করছেন এ আসনে সবকটি কেন্দ্রেই নৌকা মার্কা প্রার্থী অসীম কুমার উকিলের বিজয় হবে।

শুক্রবার রাতে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের প্রধান নির্বাচনী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলামের কাছে নির্বাচনের বিজয়ের বিষয়ে জানতে চাইলে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা কেন্দুয়া উপজেলায় ৯১টি কেন্দ্রের সবকটিতেই জয় লাভ করব। কারণ হিসেবে তিনি বলেন, চারিদিকেই নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা অনেক গুণ বেড়ে গেছে। তাই সবাই নৌকায় ভোট দেবে।

কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর চৌধুরী বলেন, ৯১টি কেন্দ্রের সবকটি কেন্দ্রেই যে কারণে আওয়ামীলীগের নৌকা জয়লাভ করবে, তার প্রথম কারণ, ১০ বছরে সরকারের উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি এই উপজেলায় কোন সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজী, এমনকি হামলা মামলার ঘটনা ঘটায়নি আওয়ামীলীগ। দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারন জনগণও আওয়ামীলীগের প্রতি সন্তুষ্ট। তাছাড়া স্বাধীনতার পরবর্তী সময়ে এই আসনে আওয়ামীলীগের রাজনৈতিক ভাবে দক্ষ কেন্দ্রীয় নেতা হিসেবে অসীম কুমার উকিল এবারই প্রথম মনোনয়ন পেয়েছেন। যে জন্য আওয়ামীলীগ সব ভেদাভেদ ভুলে গিয়ে বিশাল ভাবে ঐক্যবদ্ধ।

তাছাড়া, প্রতিদ্বন্দী বি.এন.পি জামায়াত ও ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর জন্ম মদন উপজেলায়। হুমায়ুন কবীর চৌধুরী বলেন, এই কেন্দুয়া উপজেলায় সামাজিক ভাবে আচার অনুষ্ঠানে তার তেমন উঠাবসা নেই, মানুষের কল্যাণে তার তেমন উল্লেখযোগ্য ভূমিকা আছে বলেও আমার জানা নেই।

তিনি বলেন, সর্বশেষ ১২ ডিসেম্বর যুবলীগ ও ছাত্রলীগের প্রতিবাদ মিছিলে তার বাসার ছাঁদের ওপরে বসে গুলি ছুড়ার ঘটনায় শুধু আওয়ামীলীগ নয় তার নিজ দলের নেতাকর্মীরাও এ ঘটনার জন্য তাকে প্রত্যাখ্যান করেছে। যার ফলশ্রুতিতে নির্বাচনের প্রচারনাতেই বের হতে পারেনি।

অপর দিকে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল এম.পি নির্বাচিত হলে মন্ত্রীপরিষদের সদস্য হতে পারবেন এ আশায় বুক বেধে আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী সমর্থকদের বাইরেও সব শ্রেণি পেশার মানুষ নৌকায় ভোট দিতে ঐক্যবদ্ধ। এজন্যেই কেন্দুয়া উপজেলার ৯১টি কেন্দ্রেই নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।

(এসবি/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test