E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি অসীমের মুখ রাখলেন কামরুল

২০১৯ ফেব্রুয়ারি ১৯ ২২:৪৭:৪৯
এমপি অসীমের মুখ রাখলেন কামরুল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিলের মুখ রাখলেন কামরুল হাসান ভূঞা। নব্বই’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে অসীম কুমার উকিলের নেতৃত্বে অংশ নেয়া সাবেক ছাত্রনেতা কেন্দুয়া পৌর আওয়ামীলীগের বর্তমান সভাপতি কামরুল হাসান ভূঞা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাগরিক ঐক্যের সমর্থনে প্রার্থী হয়েছিলেন। শত শত নেতাকর্মী তাকে নির্বাচন করার জন্য সমর্থনও দিয়েছিলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম কেন্দ্র থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে আসার পর গত ১১ ফেব্রুয়ারি শেষ বেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কামরুল হাসান ভূঞা। 

এর পর থেকেই নূরুল ইসলাম যোগাযোগ রক্ষা করতে থাকেন এম.পি অসীম কুমার উকিল ও তার সহধর্মীনি বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক, সাবেক এমপি অধ্যাপক অপু উকিলের সঙ্গে। গত শুক্রবার অসীম কুমার উকিল কেন্দুয়ায় আসেন দুটি অনুষ্ঠানে যোগদিতে। শুক্রবার রাতে মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাট্যশিল্পী সুশীল বিশ্বাস স্মরণে ঐতিহাসিক নাটক “নাচ মহল”এর উদ্বোধন করেন।

পরদিন কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিও উপজেলা শিক্ষা কল্যান ট্রাস্টের আয়োজনে শিক্ষক সমাবেশে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে যোগদেন তিনি। এই দুইদিন দলের জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের নেতা সহ পৌর মেয়র আসাদুল হক ভূঞা ও কামরুল হাসান ভূঞার সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলেন।

তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, নৌকার পক্ষেই তার অবস্থান থাকবে। সে ক্ষেত্রে কামরুল হাসান তার প্রার্থীতা প্রত্যাহার করলে দলের ঐক্য, শৃঙ্খলা ও আগামী দিনের রাজনৈতিক ভাবে চলার পথ সুন্দর হবে। অপর দিকে এম.পি অসীম কুমার উকিলের পরামর্শে সোমবার আওয়ামীলীগের বর্ধিত সভা আহ্বান করা হয়। এতে দলের সকল নেতারা উপস্থিত ছিলেন।

এই সভায় কামরুল হাসান ভূঞা এম.পি অসীম কুমার উকিলের মুখ রক্ষা সহ দলের শৃঙ্খলা, ঐক্য অটুট রাখতে তিনি তার চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করার ঘোষনা দেন। সেই ঘোষনা অনুযায়ী মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয় নেত্রকোনায় গিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। আর এর মধ্য দিয়েই অসীম উকিলের নেতৃত্বে আগামী দিনে আওয়ামীলীগ সুষ্ঠু ও সুন্দরভাবে শৃঙ্খলার সঙ্গে দল পরিচালনা করার পথ তৈরি করে দেন কামরুল হাসান ভূঞা।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test