E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় রথযাত্রা উৎসব পালিত

২০১৯ জুলাই ০৪ ১৭:১২:০৩
আগৈলঝাড়ায় রথযাত্রা উৎসব পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ইসকন পরিচালিত জগন্নাথ মন্দির প্রাঙ্গনে রথযাত্রার উপর বিশেষ ভাগবতীয় আলোচনা, দুপুরে মহাপ্রসাদ বিতরণ ও বিকেলে ওসি মো. আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশী নিরাপত্তা বেষ্টনীর মধ্য উপজেলা সদরের জগন্নাথ মন্দির থেকে শ্রী জগন্নাথদেব, বলরাম আর সুভদ্রার প্রতিকৃতি রথে বসিয়ে বিভিন্ন বয়সী হাজার হাজার ভক্ত উত্তর বড় মগড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির পর্যন্ত রথ টেনে নিয়ে যান ।

অন্যদিকে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে ধর্মালম্বী নারী, পুরুষ পুণ্যের আশায় রথ টেনে ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে জড়ো হয়ে আনন্দ উল্লাস করেন। এছাড়াও উপজেলার বাহাদুরপুর, রথবাড়ি নামক স্থানে রথযাত্রা উৎসব পালনের খবর পাওয়া গেছে।

অন্যদিকে উপজেলার গৈলা ইউনিয়নের ‘রথখোলা’ নামকরনের স্থানে রথযাত্রা উৎসব পালন হলেও ভূমিদস্যুরা রথখোলার নামে রেকর্ডিও ১৩ শতক জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করায় রথ যাত্রা উদসবে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

হিন্দু সম্প্রদায়ের লোকজন রথ খোলার জায়গা অবৈধ দখল মুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের মাধ্যমে স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর আশু দৃষ্টি কামনা করেছেন। ১২ জুলাই পালিত হবে উল্টো রথযাত্রা উৎসব।

(টিবি/এসপি/জুলাই ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test