E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্মম ১৫ আগষ্টেরর স্মৃতি চারণে সবাইকে কাঁদালেন শহীদ জননী শাহান আরা আবদুল্লাহ

২০১৯ আগস্ট ৩১ ২৩:২১:৩৭
নির্মম ১৫ আগষ্টেরর স্মৃতি চারণে সবাইকে কাঁদালেন শহীদ জননী শাহান আরা আবদুল্লাহ

তপন বসু, আঞ্চলিক প্রতিনিধি (বরিশাল) : ৭৫এর ১৫ আগস্ট। স্ব-পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার ভগ্নিপতি কৃষকলীগের প্রতিষ্ঠাতা মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতসহ তার পরিবার সদস্যদের ভয়াল কাল রাতে নির্মম হত্যার বর্ননার শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘শোকাবহ আগস্ট শহীদ স্মরণে দোয়া ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। স্বাধীনতার পরে এই প্রথম জেলা প্রশাসনের উদ্যেোগ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবার সদস্যদেরসহএবং বঙ্গবন্ধুর বোন জামাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামানায় দোয়া-মোনাজাত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে ব্যাতিক্রমী অনুষ্ঠানের সূচনা হয়।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-১৫ আগস্ট কালরাতের প্রতক্ষদর্শী নিরব স্বাক্ষী শহীদ শিশু সুকান্ত বাবু সেরনিয়াবাতের হতভাগ্য পিতা, বঙ্গবন্ধুর ভাগ্নে, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছেলে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবিক্ষন কমিটির আহবায়ক, মুজিব বাহিনীর প্রধান আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

স্মৃতিচালন অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ১৫আগস্ট ভয়াল কাল রাতে ঘাতকদের বুলেট বিদ্ধ শহীদ সুকান্ত জননী ও আবুল হাসনাত আব্দুল্লাহর সহধর্মীনি শাহানারা বেগম। স্মৃতিচারণ অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শহীদ জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নাতি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না আমিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

অনুষ্ঠানে ১৫ আগস্টের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি আইনজীবি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক আইনজীবিএকেএম জাহাঙ্গীর, ১৫ আগস্টের প্রত্যক্ষদর্শী ও ঘাতকদের বুলেটে আঘাতে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা ডা. খ.ম জিল্লুর রহমান, মহিউদ্দিন মানিক (বীর প্রতীক)।

১৫ আগস্টের হৃদয় বিদারক স্মৃতি চারন করতে গিয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের পুত্রবধু কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শহীদ জননী শাহানারা বেগম। তিনি তার বক্তব্যে ১৫ আগস্টের সেই লোমহর্ষক বর্ননা দিতে গিয়ে নিজে কাঁদলেন এবং মাঠ ভর্তি সর্বস্তরের মানুষকে কাঁদালেন। সে দিনের সেই স্মৃতি আজও আমাকে কাঁদায়। এক মুহুর্তের জন্য সেইদিনের নির্মম হত্যাকান্ডের কথা ভুলতে পারেননি তিনি।

তিনি বলেন, ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ড চালানোর সময় তার শরীরে ঘাতকের ছোঁরা তিনটি গুলি লেগেছিল, যা এখনও তিনি শরীরে বহন করে চলেছেন। ঘাতকদের গুলিতে তাঁর শিশু সন্তান সুকান্ত বাবু চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়লেও নীরবে দেখতে হয়েছে তাকে। তার কোলে থাকা আজকের বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায়।

শরীরে গুলি লাগার পর তিনি রক্তাক্ত অবস্থায় পরে থাকার কারনে হত্যাকারীরা ভেবেছিল যে তিসন মারা গেছেন। কিন্তু সকলের দোয়ায় আজও বেঁচে আছেন তিনি ও তার সন্তান সাদিক আবদুল্লাহ।
স্মৃতিচারণের সময় শাহানারা বেগম হু-হু করে কান্নায় ভেঙ্গে পরেন। দীর্ঘ সময় বক্তব্য থেমে যায় তার। কান্না শেষে আবার তিনি বক্তব্যে বলতে বলকত পুনরায় কান্নায় ভেঙ্গে পরেন। আবার কাঁদেন। তার কান্না দেখে উপস্থিত সকলের চোঁখ বেয়ে ঝড়ে পরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলীর অশ্রু। চোঁখের পানি ধরে রাখতে পারেননি কেউই।

কারণ, ১৫ আগস্ট সম্পর্কে জনসমক্ষে প্রত্যক্ষদর্শীর কোন বক্তব্য আওয়ামী লীগ তথা দক্ষিনাঞ্চলবাসী এর আগে কখনও শোনে নি। নিস্তব্ধ শ্রোতা হিসেবে সবাই শুনছিলেন শহীদ জননীর সেদিরে নির্মমতার কথা।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ নেতা কর্মী, জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/আগস্ট ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test