E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তোবার শ্রমিকদের পক্ষে ৩০ সংগঠনের অনশন

২০১৪ আগস্ট ০৪ ১১:৪০:১৪
তোবার শ্রমিকদের পক্ষে ৩০ সংগঠনের অনশন

স্টাফ রিপোর্টার : আন্দোলনরত তোবা গ্রুপের শ্রমিকদের পক্ষে অনশন করছে ৩০টি শ্রমিক সংগঠন। সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই অনশন কর্মসূচি শুরু করেন। প্রতীকী এই অনশন চলবে বিকেল ৫টা পর্যন্ত।

অনশনে অংশ নেওয়া ৩০টি শ্রমিক সংগঠনের শতাধিক শ্রমিক সকালে প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তাদের দাবি তোবার আন্দোলনরত শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস এখনই পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, জুন ও জুলাই মাসের বেতন, ওভারটাইমসহ ঈদ বোনাসের দাবিতে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে ঈদের আগের দিন থেকে অনশন করে আসছেন তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। একই সঙ্গে শ্রমিকরা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে কারখানা ভবনে অবরুদ্ধ করে রাখেন।

(ওএস/এইচআর/আগস্ট ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test