E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম গ্রেফতার

২০১৯ ডিসেম্বর ২৮ ১৭:২২:৫৩
বরিশালে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডিজিএম সাইদুল ইসলাম নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা মৃত আজহার উদ্দিনের পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহানের মালিকানাধীন ১৬ শতশ জমি বিক্রির উদ্দেশ্যে একই এলাকার এ্যাডভোকেট এম এ জলিলের সাথে ৮০ লাখ টাকা মূল্য নির্ধারণ করে বায়না চুক্তি সম্পন্ন করা হয়। পরবর্তীতে বায়না চুক্তি বাবদ জলিলের কাছ থেকে ৪৫ লাখ ৫০ হাজার টাকা গ্রহন করেন সাইদুল ইসলাম।

এরপর বায়না চুক্তি ভঙ্গ করে গোপনে অধিকমূল্যে ওই জমি অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দেয় সাইদুল ইসলাম। এমনকি এ্যাডভোকেট জলিল জমির বায়নাকৃত টাকা ফেরত চাইলেও অভিযুক্তরা টাকা ফেরত না দিয়ে নানা তালবাহানা শুরু করে। উপায়অন্তুর না পেয়ে এ্যাডভোকেট জলিল প্রতারনার অভিযোগে সাইদুল দম্পত্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের চার মাস পর গ্রেফতার হলেন সাইদুল ইসলাম।

কোতোয়ালী মডেল থানার এএসআই বিধান জানান, সাইদুল ইসলাম নামের একজন ওয়ারেন্টভুক্ত মামলার আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test