E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উৎকন্ঠায় দিন কাটাচ্ছে উপজেলাবাসী

আগৈলঝাড়ায় ১৭ দিনে বিদেশ ফেরত ৪৩০, হোম কোয়ারেন্টাইনে ৮ জন

২০২০ মার্চ ২০ ১৭:৫৬:০৩
আগৈলঝাড়ায় ১৭ দিনে বিদেশ ফেরত ৪৩০, হোম কোয়ারেন্টাইনে ৮ জন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিভিন্ন দেশে করোনা ভাইরাসের বিস্তারের কারণে বিভিন্ন দেশ থেকে বরিশালের আগৈলঝাড়ায় দেশে ফিরেছে ৪শ ৩০জন, তবে হোম কোয়ারেন্টাইনে আছে মাত্র ৮জন প্রবাসী। যা রীতিমতো উদ্বেগের কারন হয়ে দাড়িয়েছে আগৈলঝাড়াবাসীর।

উপজেলা ৫০ শয্যা হাসপাতালের হাসপাতালের পরিসংখ্যান অফিস ও আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান,

সরকারী হিসেবে ১মার্চ থেকে ১৭মার্চ পর্যন্ত ৪শ ৩০জন পাসপোর্টধারী ব্যাক্তি আগৈলঝাড়া উপজেলার ঠিকানায় এসেছেন। তবে ওই সকল পাসপোর্টধারী পাসপোর্টে তাদের আগৈলঝাড়া উপজেলার ঠিকানা ব্যবহার করলেও তারা সবাই যে আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা তা ঠিক নয়।

উপজেলার বিভিন্ন স্থানে বিদেশে অবস্থানকারী প্রবাসীরা সম্প্রতি করোনা ভাইরাসের কারনে দেশে ফিরেছেন। সরকারের নির্দেশ অনুযায়ী প্রবাসী ব্যাক্তিকে কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা রয়েছে। তবে আগৈলঝাড়ায় আসা ৪শ ৩০জনের মধ্যে মাত্র ৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

উপজেলার আস্কর গ্রামের ইতালী প্রবাসী প্রদীপ বাড়ৈ (৪০), বাগধা গ্রামের বনমালী রায়ের মেয়ে ভারত প্রবাসী শোভা রায় (৫৪), বাগধা গ্রামের সৌদি আরব প্রবাসী এসহাক খান (৪০), একই গ্রামের সৌদি আরব প্রবাসী এসহাক খানের স্ত্রী মালেকা বেগম (৩৮), একই গ্রামের ভারত প্রবাসী নিবারন বৈরাগীর ছেলে নিশিকান্ত বৈরাগী (৫০), একই গ্রামের ভারত প্রবাসী কার্তিক চন্দ্র বাড়ৈর মেয়ে করুনা বাড়ৈ (৪১), একই গ্রামের সৌদি আরব প্রবাসী কামাল হোসেনের ছেলে ইমন হোসেন (২৪) ও বাকাল গ্রামের ইতালী প্রবাসী শাহেবালী ফকিরের ছেলে ফেরদৌস আহমেদ (৩৪) গত ১১ মার্চ থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

তবে উল্লেখিত ৮জন ছাড়া বিদেশ ফেরত সবাই প্রকাশ্যে ঘুরে বেড়াচেছ, যা এলাকার জন্য মারাত্মক হুমকী হয়ে দাড়িয়েছে।

১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থাকার কারনে সরকারের নির্দেশ অনুযায়ী জেল জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিতর আইন থাকলেও উপজেরঅ নির্বাহী অফিসার এক বাড়িতে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রবাস ফেরত স্বামীকে ৫ হাজার টাকা ও তাকে আশ্রয় দেয়ার জন্য স্ত্রীকে ৬ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন কোন ব্যাক্তির জ্বর, সর্দি, কাশি হলে জনসমাগম এড়িয়ে বাসায় অবস্থানের আহ্বান জানিয়ে বলেন কেউ আক্রান্ত হলে হট নাম্বার অথবা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাথে যোগাযোগ করার অনুরোধ করেছেন।

(টিবি/এসপি/মার্চ ২০, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test