E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় চিকিৎসকের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু !

২০১৪ আগস্ট ১০ ১৭:২৬:০০
সিংড়ায় চিকিৎসকের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু !

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় সাবিনা ইয়াসমিন ((৩৫) এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ ওঠেছে। এই ঘটনায় স্থানীয় আল হেরা ক্লিনিকের সত্বাধিকারী ডাক্তার আব্দুল আহাদ  এবং ক্লিনিকের ওটি বয় রফিকের বিরুদ্ধে রোববার  সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহতের স্বামী আনিসুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, সিংড়া শহরের উত্তর দমদমা এলাকার আনিসুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন তার পায়ের টিউমার অপারেশনের জন্য শনিবার সকালে আল হেরা ক্লিনিকে ভর্তি হয়। ভর্তির পর ক্লিনিকের সত্বধিকারী ডাক্তার আব্দুল আহাদ এনসথেসিয়া ছাড়াই ওটি বয় রফিককে সঙ্গে নিয়ে সাবিনার টিউমার অপসারণ করেন। ওই দিনই চিকিৎসা ব্যবস্থা পত্র দিয়ে সাবিনাকে ছাড়পত্র দিয়ে সাবিনাকে বাড়ি যেতে বলেন। বাড়িতে যাওয়ার পর সাবিনার অবস্থার অবনতি হলে বিকেলে পুনরায় ক্লিনিকে নেওয়া হয়। এসময় সাবিনা অব্যাহতভাবে বমি ও পায়খানা করতে থাকলে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। সিংড়া হাসপাতালে নেওয়ার পর অবস্থার আরো অবনতি হলে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
সাবিনার স্বামী আনিসুর রহমান জানান,অজ্ঞান না করেই তার স্ত্রীর টিউমার অপারেশন করা হয়েছে। ডাক্তারের পরমর্শে তাকে বাড়িতে নেওয়ার পর বিকেলে অবস্থা খারাপ হলে ক্লিনিকে গিয়ে বললে ডাক্তার কালাম দু’টি ট্যাবলেট দিয়ে তা খাওয়াতে বলে। এরপরও অবস্থার উন্নতি না হলে স্ত্রী সাবিনাকে পুনরায় ক্লিনিকে নিলে ডাক্তারের পরামর্শে একটি ইঞ্জেকশান পুশ করা হয়। ওই ইঞ্জেকশন পুশ করার পর তার স্ত্রী নিস্তেজ হয়ে পড়লে সরকারি হাসপাতালে নিতে বলে। সরকারি হাসপাতালে নেওয়ার পর সেখানে স্যালাইন পুশ করার পরও উন্নতি না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহীতে নেওয়ার পথে সে মারা যায়।
ন্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মীর মোহম্মদ শফিউল ইসলাম জুইসস জানান ইতিপূর্বেও ওই আল হেরা ক্লিনিকে ভুল চিকিৎসায় চক গোয়াস গ্রামের হাসমত আলী নামে এক ব্যক্তিসহ ৩/৪ জনের মৃত্যু হয়েছে। হার্নিয়া অপারেশন করার পর হাসমত আলী মারা যায়। ডাক্তার আহাদের অস্ত্রোপচার করার কোন সনদ নেই।
আল হেরা ক্লিনিকের সত্বাধিকারী ডাক্তার আব্দুল আহাদ এসব অবিযোগ অস্বীকার করে জানান, সাবিনা ইয়াসমিন ডায়ারিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। অবহেলা ও ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়নি। সাবিনার হাঁটুর পিছনে চামড়ার ওপড়ে টিউমার হয়। ওই অপারেশনে মাত্র কয়েক মিনিটি সময় লাগে। এটি কোন বড় ধরনের অপারেশন ছিলনা। তথাপিও স্থানীয় একজন এ্যনেসথেসিয়া ডাক্তারকে সঙ্গে নিয়ে টিউমার অপসারণ করেন।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে নিহতের স্বামী থানায় মামলা করলে লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের সিভিল সার্জন ডাক্তার নিলুফার ফেরদৌস জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
(এমআর/এএস/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test