E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে বাদীকে ফাঁসাতে ছেলের স্ত্রীর শরীরে ব্রেটের আঘাত

২০১৪ আগস্ট ১১ ১১:৪৩:৩২
রায়পুরে বাদীকে ফাঁসাতে ছেলের স্ত্রীর শরীরে ব্রেটের আঘাত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মামলার বাদীকে ফাঁসাতে বিবাদীর ছেলের স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে ব্রেট দিয়ে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের মধুপুর এলাকার সৈয়াল বাড়ীতে।

এ ঘটনায় মামলার বাদী নেহার বেগমকে ফাঁসিয়ে শনিবার রাতে বিবাদী নুর নবীর ছেলে আবুল বাসার স্ত্রী ঝর্ণা বেগমকে দিয়ে থানায় একটি পাল্টা মামলা করে।

মামলা বাদী নেহার বেগম সোমবার সকালে সংবাদিকদের জানান, পৌর শহরের মধুপুর এলাকার ছৈয়াল বাড়ীর মৃত আব্দুল হকের ছেলে নুর নবীর সাথে বাড়ীর পাশের একটি জমি নিয়ে একই এলাকার নেহারা বেগমের সাথে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। ওই জমিটি দখল করার জন্য বিভিন্ন ভাবে নুর নবীর ছেলে আবুল বাসার নেহারকে হুমকি ধমকি দিয়ে আসছে। এরই জের ধরে গত রবিবার সকালে নুর নবী ও তার দুই ছেলে আবুল বাসার এবং এমরানের নেত্রিত্বে ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসীরা জমিটি দখলের চেষ্টা চালায়। এতে নেহার বেগম তার ছেলে শাহিন আলম ও আমিরে নেছাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। পরে গুরুতর আহত নেহার বেগম তার ছেলে শাহিন আলম ও আমিরে নেছাকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দুপুরে নেহারা বেগম বাদী হয়ে একই এলাকার আবুল বাসার, নুর নবী ও এমরানসহ ৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামরার পর থেকে মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসে। পরে মামলা তুলে না নেওয়ায় তারা মিথ্যা ঘটনা সাজিয়ে ডিবি অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে রায়পুর থানা পুলিশ ওই অভিযোগটি তদন্ত করে মিথ্যা প্রামানিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা নূর নবী তার ছেলে আবুল বাসার স্ত্রী ঝর্ণা বেগমের শরীরে ব্রেট দিয়ে আঘাত করে নেহার বেগমসহ ৪ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে।

রায়পুর থানার ওসি একেএম মনঞ্জুরুল হক আখন্দ বলেন, নেহারা বেগমের মামলায় একজনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। পরের ঝর্ণ বেগমের মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এমআরএস/এইচআর/আগস্ট ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test