E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে উপসর্গ ছাড়াই চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত

২০২০ মে ০৩ ২৩:০৭:৫০
মৌলভীবাজারে উপসর্গ ছাড়াই চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে কোন উপসর্গ ছাড়াই এক চিকিৎসকের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। 

আক্রান্ত এ-চিকিৎসক মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

রবিবার (৩ মে) সকালের দিকে সিলেট থেকে প্রাপ্ত রিপোর্টে এ চিকিৎসকের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।

জানা যায়, করোনা শনাক্তের জন্য নমোনা পাঠানোর পরও তিনি আজ সকালের দিকে দ্বায়িত্ব পালনের জন্য হাসপাতালে এসেছিলেন।

সদর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আহমেদ ফয়সল জামান ওই চিকিৎসকের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত চিকিৎসকের বাসার কাজের মহিলার স্বামী শরিরে করোনা পজেটিভ পাওয়া যায়। তার বাড়ি জেলার রাজনগরে। পরবর্তীতে ওই চিকিৎসকেরও করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলে আজ সকালের দিকে তাঁর শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।

তিনি জানান, কোন উপসর্গ ছাড়াই সদর হাসপাতালের ওই চিকিৎসকের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি হাসপাতাল থেকে সিলেটের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি ।

এদিকে চিকিৎসক করোনায় আক্রান্তের ঘটনার পর থেকে হাসপাতালের দ্বায়িত্বরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর শরীর থেকে নমোনা সংগ্রহ আগামীকাল সোমবার থেকে শুরু হবে বলে জানা গেছে ।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ জনে দাঁড়াল।

(একে/এসপি/মে ০৩, ২০২০)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test