E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে বিনা ধানের কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

২০২০ জুন ২২ ১৫:৪০:২২
ঈশ্বরদীতে বিনা ধানের কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন জাত বিনা-১৭ ও ২২ এর পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও প্রদর্শনী স্থাপন শীর্ষক কৃষক প্রশিক্ষণ সোমবার সকাল হতে শুরু হয়েছে। 

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ঈশ্বরদী উপকেন্দ্রের মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ আজাহার আলী। বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিসের তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ প্রশান্ত কুমার সরকার ও ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা খানজাহান আলী।

এসময় বক্তরা বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশে যাতে খাদ্য সংকট সৃষ্টি না হয়, এই লক্ষ্য নিয়েই গবেষণা কার্যক্রমের পাশাপাশি কৃষক প্রশিক্ষণের আযোজন করা হয়েছে। কৃষক ও কৃষির উন্নতি সাধনের লক্ষ্যে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে উদ্বৃত্ত ফসল উৎপাদনের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিনা উদ্ভাবিত ফসলের জাতসমূহ একদিকে যেমন উচ্চ ফলনশীল পাশাপাশি স্বল্পকালীন ১১৫-১১৭ দিনের মধ্যে ফসল ঘরে তুলে ওই জমিতে আবার নতুন করে আবাদ করা যায়। এছাড়া বিনার জাতগুলো রোগবালাই মুক্ত হওয়ায় ফসলের কোন ক্ষতি হয় না।
প্রশিক্ষণে অংশ নেয়া ৪০ জন কৃষকের মধ্যে বিনা-১৭ ও ২২ আমন জাতের বীজ বিতরণ করা হয়।

(এসকেকে/এসপি/জুন ২২, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test