E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অবহিতকরণ সভা

২০২০ অক্টোবর ০১ ১৬:৪৫:২৫
আগৈলঝাড়ায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অবহিতকরণ সভা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ১৭৬৫৯জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর চাহিদা নিয়ে উপজেলা হাসপাতালে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পবিার সকালে হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত শিশুদের বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সুনীল কুমার দবনাথ, ডা. অমিও রতন ঘটক, ডা. মামুন মোল্লা, ডা. সৈকত জয়ধর, এসআই সুশান্ত কুমার ও ইপিআই টেকনোলজিস্ট মিজানুর রহমান।

সভায় জানানো হয় ৪অক্টোবর থেকে ১৭অক্টোবর পর্যন্ত উপজেলায় মোট ১৭৬৫৯জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬থেকে ১১মাস বয়সী শিশুদের একটি করে নীল ক্যাপসুল ও ১২থেকে ৫৯মাস বয়সী শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ১২১টি কেন্দ্রে ভিটামিন খাওয়ানোর এই কার্যক্রমে ২৪২জন কর্মী কাজ করবে। এ লক্ষে ইপিআই কর্মসূচির পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারনা চালানো হবে বলেও সভায় জানানো হয়।

(টিবি/এসপি/অক্টোবর ০১, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test