E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বট বৃক্ষের ছায়াতলে থেকেই কেন্দুয়ার ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যেতে চাই : ইফতিয়ার

২০২০ নভেম্বর ১৬ ২৩:৩৬:৪৪
বট বৃক্ষের ছায়াতলে থেকেই কেন্দুয়ার ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যেতে চাই : ইফতিয়ার

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দুয়া উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা ইফতিয়ার হোসেন তালুকদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হৃদয়ে ধারন করে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ছাত্রলীগের রাজনীতিতে দিক্ষা নিয়েছি।

তিনি বলেন, আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নব্বই’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম ছাত্রনেতা নেত্রকোনা-৩ আসনের সৎ, কর্মঠ এবং মানবিক এমপি অসীম কুমার উকিল আমার রাজনৈতিক জীবনের প্রেরণা। বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল আমার রাজনৈতিক অভিভাবক। তাঁরস্নেহের পরশেই ছাত্রলীগের রাজনীতিতে সততার পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

ইফতিয়ারহোসেন তালুকদার বলেন, অসীম কুমার উকিল ও অধ্যাপক অপু উকিল আমাদের বটবৃক্ষের মতই সুশীতল ছায়া দেন। এই ছায়ার নিচে থেকেই সকল প্রকার টেন্ডারবাজী, তদবির বানিজ্য উপেক্ষা করে একজন আদর্শীক ছাত্রলীগ কর্মী হিসেবে নিজেকে সমাজে মেলে ধরতে চাই। সামনের দিকে এগিয়ে নিতে চাই ছাত্রলীগের আদর্শীক রাজনৈতিক কর্মকান্ডকে।

ইফতিয়ার হোসেন তালুকদার ১৯৯৬ সানের ৫ ডিসেম্বর কেন্দুয়া উপজেলার জফরপুর গ্রাম জন্মগ্রহণ করেন। তার পিতা রহিছ উদ্দিন তালুকদার ও মাতা নাছিমা খান। কেন্দুয়া সরকারি কলেজে ভর্তি হবার পর তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। তার সফল কর্মকান্ডের ফলশ্রুতিতে এক ধাপেই তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি দায়িত্বে ছিলেন বরকত উল্লাহ ও সাধারণ সম্পাদক আবির আহম্মেদ খান রুজেল। দুই ভাই ও তিন বোনের মধ্যে ছোটভাই বিদেশগামী। তার মামার বাড়ি একই উপজেলার ব্রাহ্মনজাত গ্রামে। তার মামা বিশিষ্ট বেতার ও টিভি শিল্পী দিলবাহার খান এবং অপর মামা রুপক খান ইউপি সদস্য হিসেদে দায়িত্ব পালন করেন।

মা নাছিমা খান জফরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব পালন করছেন। তার বাবা রইছ উদ্দিন তালুকদার কান্দিউড়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ইফতিকার হোসেন তালুকদার কেন্দুয়া সরকারি কলেজে বিএ তৃতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় আছেন।

(এসবি/এসপি/নভেম্বর ১৬, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test