E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বারি’তে নতুন দুই পরিচালকের যোগদান

২০২০ ডিসেম্বর ২১ ১৬:৪৫:১৫
বারি’তে নতুন দুই পরিচালকের যোগদান

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ পরিচালক (সেবা ও সরবরাহ) হিসেবে বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. এস. এম. শরিফুজ্জামান ও পরিচালক (কন্দাল ফসল) হিসেবে বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. কবিতা আনজু-মান-আরা যোগদান করেছেন। রবিবার কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশ বলে তারা এ পদে যোগদান করেন।

পরিচালক (সেবা ও সরবরাহ) হিসেবে যোগদানের পূর্বে ড. এস এম শরিফুজ্জামান বারি’র পরিচালক (কন্দাল ফসল) হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে পরিচালক (কন্দাল ফসল) হিসেবে যোগদানের পূর্বে ড. কবিতা আনজু-মান-আরা বারি’র কন্দাল ফসল গবেষণা কেন্দ্র ও ফুল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ড. এস. এম. শরিফুজ্জামান ১৯৬২ সালের ২৭ অক্টোবর সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালের ১১ জানুয়ারি তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি সফলভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতিপ্রাপ্ত হন। তিনি বারি’র প্রধান কার্যালয় ছাড়াও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জামালপুর ও মৌলভীবাজারে সফলভাবে কৃষকের উপযোগী প্রযুক্তি উদ্ভাবন ও মাঠ পর্যায়ে মূল্যায়ন এবং বিস্তারের কাজ করেন। তিনি ২০০৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে উদ্যানতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন এবং ২০১৩ সালে ক্যাসেসাট বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড থেকে পোস্ট-ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেন। দেশি বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে তাঁর ৩৬টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

ড. কবিতা আনজু-মান-আরা ১৯৬২ সালের ৩০ জুন বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালের ১২ জানুয়ারি তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি সফলভাবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতিপ্রাপ্ত হন। তিনি বারি’র প্রধান কার্যালয় ছাড়াও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা ও রহমতপুর, বরিশালে সফলভাবে কৃষকের উপযোগী প্রযুক্তি উদ্ভাবন ও মাঠ পর্যায়ে মূল্যায়ন ও বিস্তারের কাজ করেন।

ড. কবিতা আনজু-মান-আরা ২০০৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে উদ্যানতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশি বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে তাঁর ৩৮টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে এ দম্পতি দুই সন্তানের জনক-জননী।

(এস/এসপি/ডিসেম্বর ২১, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test